অলিম্পিক্সে ভারত-সহ সৌদি আরব, কাতার এবং তুরস্ক প্রত্যেকেই চাইছে আয়োজক দেশ হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে। তবে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাচনের মাধ্যমেই আয়োজক দেশ চূড়ান্ত হবে।
ভারতের অলিম্পিক্সে আয়োজক দেশ হিসাবে অংশগ্রহণ করার প্রসঙ্গে তিনি জানান, “এটা আমাদের স্বপ্ন যে আমরা ২০৩৬ সালের অলিম্পিক্সে আয়োজক দেশ হবো। এই জন্য ইতিমধ্যেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।”
advertisement
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদির মুখে নারী সুরক্ষা প্রসঙ্গ! দিল্লি থেকে বার্তা
গতবছরই ভারত জি২০ সামিট সফল ভাবে সম্পন্ন করেছিল। নয়াদিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন শহরে এই জি২০ আয়োজন করা হয়।
এই প্রসঙ্গে তিনি বলেন, “ভারত সফল ভাবে জি২০ আয়োজন করে দেখিয়ে দিয়েছে আমরা বড় যে কোনও অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে পারি।”
ভারত এর আগে শেষবার বড় মাপের খেলার আয়োজন করেছিল ২০১০ সালে কমনওয়েলথ গেমস যা আয়োজিত হয়েছিল দিল্লিতে। ২০৩৬ সালে আয়োজন হতে চলা অলিম্পিক্সের আয়োজক শহর হিসাবে দেখা পরিকল্পনা করা হচ্ছে আহমেদাবাদকে।
অলিম্পিক্স আয়োজনের ঘোষণার পাশাপাশি সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অলিম্পিক্স থেকে ভারত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ, মোট ছয়টি পদক জয় অর্জন করে।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আজ, আমাদের তরুণ প্রজন্ম ভারতের মাথা উঁচু করছে। ১৪০ কোটি দেশবাসীর তরফ থেকে আমি প্রতি অ্যাথলিট এবং খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছি।”
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে পিস্তল শুটার মনু ভাকের, তিনি দুটি ব্রোঞ্জ পদক পান। হকির প্রত্যেক খেলোয়াড়ের তারকা গোলকিপার পি আর শ্রীজেশের কথাও।