TRENDING:

আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্য় ভারতের, রিল বিভাগে জয় পদক NDRF-এর

Last Updated:

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে৷ এই প্রতিযোগীতায় প্রায় ৬০টি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই বছর অনুষ্ঠিত হল গোয়া আয়রনম্যান ৭০.৩ চ্যাম্পিয়নশিপ ২০২৪৷ সেখানে ২৪ জন NDRF অফিসার ও রেসকিউ কর্মীর একটি দল অংশগ্রহণ করেছিলেন৷
গর্বিত করল এনডিআরএফ
গর্বিত করল এনডিআরএফ
advertisement

সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে৷ এই প্রতিযোগীতায় প্রায় ৬০টি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

উল্লেখযোগ্য সোলো পারফরম্যান্সে, ২ ব্যাটালিয়ন NDRF-এর রেসকিউ কর্মী অসিত জর্দার সামগ্রিকভাবে ৬ষ্ঠ স্থান অর্জন করেন৷ ভারতীয় প্রতিযোগীদের মধ্যে তিনি ৩য় স্থান অর্জন করেন।

তাঁরা রিলে বিভাগে অসাধারণ দলগত দক্ষতা প্রদর্শন করেছে৷ যেখানে “NDRF Panthers,” “NDRF Lions,” এবং “NDRF Cheetah” ২০টি প্রতিযোগী দলের মধ্যে প্রথম তিনটি স্থান অর্জন করে পদক জয় করেছে।

advertisement

লিয়েন্ডার পেস বিজয়ী NDRF দলগুলিকে ট্রফি প্রদান করেছেন৷ এতে সমগ্র অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে৷ ২০২২ সালে NDRF এই প্রতিযোগীতায় প্রথমবার অংশগ্রহণ করে৷ তারপর থেকেই তাঁরা পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি করেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই স্মরণীয় পারফরম্যান্স শুধুমাত্র NDRF-কে সম্মানিত করে না, বরং ভবিষ্যৎ প্রতিযোগীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করে৷ যা NDRF কর্মীদের সেবা এবং তার বাইরেও তাঁদের দৃঢ়তা, প্রতিশ্রুতি এবং ক্রীড়াশক্তিকে প্রতিফলিত করে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্য় ভারতের, রিল বিভাগে জয় পদক NDRF-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল