চলতি অর্থবর্ষের শুরুতে বৃদ্ধির হার ৫ শতাংশের নীচে নেমে যায়। এই নিয়ে টানা ৭টি ত্রৈমাসিকে বৃদ্ধির হার কমল। অর্থনীতিবদরা জানাচ্ছেন, আন্তর্জাতিক অর্থনীতিতে মন্দা ভারতেও প্রভাব ফেলছে।
দেশের মধ্যেও সমস্যা কম নেই। লগ্নির অভাব, চাকরির খরা, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দুরাবস্থা বৃদ্ধির হারকে টেনে নামাচ্ছে। যদিও কেন্দ্র এখন দাবি করছে, সাময়িক সমস্যা কাটিয়ে দ্রুত ছন্দে ফিরবে অর্থনীতি। কিন্তু কবে? সেই উত্তর নেই।
advertisement
দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে একের পর এক নতুন পদক্ষেপের ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ কিন্তু দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির তথ্য প্রকাশ হতেই এটা পরিষ্কার যে দেশের অর্থনীতির বৃদ্ধির হার নিম্নগামী ৷ যা মোদি সরকারের জন্য একদমই স্বস্তিদায়ক নয় ৷
প্রথমে ত্রৈমাসিকে জিডিপি কমে হয় ৫ শতাংশ ৷ সেপ্টেম্বরের ত্রৈমাসিকে তা আরও কমে হয়েছে ৪.৭ শতাংশ ৷ গত ৬ বছরে প্রায় তলানিতে আর্থিক বৃদ্ধি ৷ এর আগে ২০১৩ সালে প্রথম ত্রৈমাসিকে জিডিপি ছিল ৪.৫ শতাংশ ৷ গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ ৷
অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি রিপোর্টে বলা হয়েছে যে দেশের ব্যাঙ্কগুলির উপর হাজার হাজার কোটি টাকার অনাদায়ী ঋণ জমে রয়েছে ৷ গত দু’বছরে ব্যাঙ্কের বৃদ্ধির হার কমেছে অনেকেই ৷ যার জেরে প্রায় ৫ বার রেপো রেট কমিয়েছে আরবিআই ৷ কিন্তু তার ফলে অবস্থার কোনও উন্নতি এখনও পর্যন্ত হয়নি ৷