ভিন্টেজ জার্সি পরার চল প্রথম শুরু করেছিল অস্ট্রেলিয়া। বছর দুয়েক আগে বিশ্বকাপের জার্সির মতো দেখতে জার্সি পরে একদিন ও টি-২০ সিরিজ খেলেছিল তারা। ২০১৯ সালে ভিন্টেজ জার্সি পরে বিশ্বকাপ খেলতে নেমেছিল ইংল্যান্ড। সেই জার্সি পরে তারা বিশ্বকাপ জেতে। এবার ১৯৯২ বিশ্বকাপের জার্সির মতো দেথতে জার্সি পরে গোটা সিরিজ খেলবে ভারত-ইংল্যান্ড। ফলে একদিনের সিরিজজুড়ে থাকবে নস্টালজিয়া। ভারতীয় ক্রিকেটাররা পরবেন ডার্ক নেভি ব্লু ভিন্টেজ জার্সি। আর অন্যদিকে ইংল্যান্ডের ক্রিকেটারদের দেখা যাবে স্কাই ব্লু জার্সিতে। একেবারে যেন ১৯৯ বিশ্বকাপের ছবি।
advertisement
এর আগে অস্ট্রেলিয়া সফরেও কোহলিদের এই ভিন্টেজ জার্সিতে দেখা গিয়েছে। ১৯৯৯ বিশ্বকাপের আগে পর্যন্ত জার্সি নিয়ে তেমন উন্মাদনা ছিল না। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে সব দল একই ডিজাইনের জার্সি পরে খেলত। জার্সির রং হত শুধু আলাদা। কিন্তু ১৯৯৯ বিশ্বকাপের পর জার্সি নিয়েও উন্মাদনা তৈরি হয়। কিট স্পনসর আসার পর থেকেই সব দেশের ক্রিকেটাররা আলাদা ডিজাইনের জার্সি পরে মাঠে নামতে শুরু করেন।