এদিন দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সদর প্রায় মুড়ে ফেলা হয়েছিল প্রধানমন্ত্রীর কাটাউট দিয়ে। আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। দিল্লি-সহ আশেপাশের এলাকা থেকে শিবিরে অংশ নিচ্ছেন যুব বিজেপি নেতারা।
এখানেই এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দল। 'সেবা ও সমর্পণ অভিযান' উপলক্ষে বিভিন্ন জায়গায় করোনা টিকাকরণ শিবির, খাদ্যদ্রব্য বিতরণ-সহ নানা সমাজসেবামূলক কর্মসূচি নিয়েছে বিজেপি।একইসঙ্গে রাজধানী দিল্লিতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুজোপাঠ। দলের গায়ক সাংসদ তথা দিল্লি প্রদেশের সভাপতি মনোজ তিওয়ারি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যজ্ঞের আয়োজন করেছেন।উল্লেখ্য, দলের তরফে আগেই জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব ও "জনসেবার দুই দশক" পালন করা হবে। এই উপলক্ষে দলের তরফে আজ থেকে বড় আকারে স্বচ্ছতা অভিযান ও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিজেপির বিভিন্ন বুথ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ৫ কোটি পোস্টকার্ড পাঠানো হচ্ছে।চিঠিতে দলীয় সদস্যদের বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জীবন নিয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নমো অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল ইভেন্টেও যোগ দেওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: মোদির জন্মদিনে 'গোপন' কর্মসূচিতে প্রিয়াঙ্কা টিবরেওয়াল! ভবানীপুরে হলটা কী?
দলের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উপলক্ষে সব জনপ্রতিনিধি রেশন বিতরণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে ভিডিও ক্লিপ তৈরি করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।
নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন আজ। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বরাবরই মোদি সরকারের সমালোচনায় সরব হন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মোদির জন্মদিনে সেসব ভুলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।