TRENDING:

India Pakistan 1971 War: লুকিয়ে ফেলা হয় আস্ত তাজ মহল! ১৯৭১-এর যুদ্ধের সময় পাক বায়ুসেনাকে কীভাবে বোকা বানিয়েছিল ভারত?

Last Updated:

শুধু তাজ মহল নয়, লালকেল্লা, কুতুব মিনার জয়সলমির ফোর্ট রক্ষা করতেও একই ধরনের পদক্ষেপ করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগ্রা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে৷ যে কোনও মুহূর্তে ভারত পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তানের উপরে প্রত্যাঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে৷ পাকিস্তানের নেতা মন্ত্রীরাও পাল্টা ভারতকে পরমাণু অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছেন৷
তাজ মহলকে রক্ষা করতে কোন কৌশল নিয়েছিল ভারত?
তাজ মহলকে রক্ষা করতে কোন কৌশল নিয়েছিল ভারত?
advertisement

তবে ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নতুন কিছু নয়৷ দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই অনেকের ১৯৭১ সালের ভারত- পাক যুদ্ধের কথা মনে পড়ছে৷ সেই যুদ্ধের সময় দেশের গুরুত্বপূর্ণ ভবন, সৌধ, প্রতিষ্ঠানগুলিকে পাকিস্তানের বায়ুসেনার নজর থেকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করেছিল ভারত সরকার৷

আরও পড়ুন: ৫০০ জওয়ান, ১০০ অফিসারের ইস্তফা! ভারতের প্রত্যাঘাতের ভয়ের মধ্যেই পাক সেনায় চরম বিদ্রোহ, টালমাটাল অবস্থা

advertisement

যেমন ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের সময় আগ্রার তাজ মহলকে রক্ষা করতে অভিনব পরিকল্পনা করেছিল ভারত৷ ভারত সরকারের আশঙ্কা ছিল, ভারতীয়দের মনোবল ভেঙে দিতে তাজ মহল ধ্বংসের চেষ্টা করতে পারে পাক বায়ুসেনা৷ তাই শত্রুপক্ষের নজর থেকে তাজ মহলকে বাঁচাতে বিশাল বিশাল সবুজ চাদর দিয়ে গোটা সৌধটিকে ঢেকে ফেলা হয়েছিল৷ যাতে উপর থেকে দেখলে আশপাশের সবুজ কৃষি জমি বা গাছগাছালির থেকে তাজ মহলকে আলাদা না করতে পারে পাক বায়ুসেনার যুদ্ধ বিমানগুলি৷ রাতেও তাজ মহল চত্বরের সমস্ত আলো নিভিয়ে রাখা হত৷

advertisement

শুধু তাজ মহল নয়, লালকেল্লা, কুতুব মিনার জয়সলমির ফোর্ট রক্ষা করতেও একই ধরনের পদক্ষেপ করা হয়৷ কোথাও কোথাও শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে এই সৌধগুলির নকল করে রাতারাতি একই ধরনের নির্মাণ করা হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই সময় এই সৌধগুলির আশেপাশে বসবাসকারী মানুষও ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন৷ বিশেষ আগ্রার বাসিন্দারা তাজকে রক্ষা করতে সচেষ্ট হয়ে ওঠেন৷ কারণ তাঁরা বুঝতে পেরেছিলেন, তাজ মহল শুধু একটি সৌধ নয়, বরং গোটা বিশ্বের কাছে ভারতের পরিচিতি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan 1971 War: লুকিয়ে ফেলা হয় আস্ত তাজ মহল! ১৯৭১-এর যুদ্ধের সময় পাক বায়ুসেনাকে কীভাবে বোকা বানিয়েছিল ভারত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল