TRENDING:

‘যদি প্রয়োজন হয় তাহলে আবার সার্জিকাল স্ট্রাইক চালাতে প্রস্তুত ভারত’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: ফের সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে ভারত ৷ যদি প্রয়োজন পড়ে তাহলে জঙ্গি দমনে দু’বার ভাববে না ভারতীয় সেনা ৷
advertisement

রবিবার দেরাদুনের মিলিটারি অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবু বলেন, ‘যদি জঙ্গিরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ৷ তাহলে সীমান্ত পেরিয়ে ভারত আবারও সার্জিকাল স্ট্রাইক করতে দু’বার ভাববে না ৷’

দু’বছর আগে উরিতে পাক জঙ্গি-হামলার পাল্টা আক্রমণে সীমান্ত পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক করে ভারতীয় সেনারা ৷ সেই ঘটনাকে হাতিয়ার করেই চলছে রাজনৈতিক শক্তি প্রদর্শন ৷ যা নিয়ে মোদি সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছেন সার্জিকাল স্ট্রাইকের অন্যতম প্রধান রূপকার নর্দান কম্যান্ডের তদান্তীন্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডার ৷ তিনি বলেন, ‘আমার মনে হয় এই অভিযান নিয়ে বেশি আলোচনা না হওয়াই ভাল ৷ এ জাতীয় অভিযানের রণকৌশল যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ তাই এই ধরণের অভিযান গোপনে চালানো উচিত ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাংস ৬০০ টাকা, ডিম ২০ টাকা! দুর্গাপুরের যুবক চাষ করছেন 'কালি মাসি' মুরগি, দুর্দান্ত ব্যবসা
আরও দেখুন

পাকিস্তান এবং চিন ছাড়াও ভারতের অন্যান্য সীমান্তে মহিলা নিয়োগের কথা ভাবছে ভারত ৷ এমনকী, ভারতীয় কম্বাট ফোর্স-সহ সেনাবাহিনীর আরও বেশ কয়েকটি বিভাগে মহিলাদের নিয়োগের ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানালেন সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবু ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘যদি প্রয়োজন হয় তাহলে আবার সার্জিকাল স্ট্রাইক চালাতে প্রস্তুত ভারত’