সূত্রের খবর, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আমেরিকা থেকে যাঁদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বাসিন্দা রয়েছেন গুজরাত, হরিয়ানা এবং পঞ্জাবের৷ এর পরেই সবথেকে বেশি সংখ্যক মানুষ রয়েছে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের৷ জানা গিয়েছে, বিমানে ফেরত পাঠানো প্রত্যেককেই হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো অবস্থায় বিমানে তোলা হয় আমেরিকা থেকে৷ সেই অবস্থাতেই বিমানে অমৃতসর পৌঁছন তাঁরা৷
advertisement
আরও পড়ুন: নিউটাউনে ছুরি হাতে ঘুরে বেড়াচ্ছে কে! পরপর চার জনকে কোপ! ‘আপনি কে?’ পরিচয় শুনে চোখ কপালে সকলের
হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো অবস্থায় ভারতীয়দের বিমানে তোলার সেই দৃশ্য দেখা গিয়েছে আমেরিকার পোস্ট করা ভিডিওতেও। ইউএসবিপির প্রধান মাইকেল ডাব্লিউ ব্যাঙ্ক একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হয়, ‘ইউএসবিপি ও তার সহযোগীরা সফলভাবে অবৈধ এলিয়নদের ভারতে ফেরত পাঠিয়েছে। সেনা পরিবহণ ব্যবহার করে এটি ছিল সবচেয়ে দূরের প্রত্যর্পণ বিমান।”
অনুপ্রবেশকারী হিসেবে যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিভিন্ন এজেন্টের মাধ্যমে একাধিক জায়গায় ঘোরার পর তাঁদের বেআইনি ভাবে আমেরিকায় বসবাস করার অভিযোগে গ্রেফতার করা হয়৷ একজন শীর্ষ কর্তার কথায়, ‘বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশের জন্য এরা প্রত্যেকেই এজেন্টদের মোটা টাকা জমা দিয়েছেন বলে দাবি করেছেন৷ বিভিন্ন এজেন্টদের হাতে পড়ে এরা প্রতারিত হয়েছেন৷ কিন্তু তাঁরা নিজেরাই এই বেআইনি পথ অবলম্বন করেছিলেন৷’
অমৃতসরে পৌঁছনোর পর এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ৷ গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছে বিদেশমন্ত্রক৷ যাঁদের ভারতে প্রত্যর্পণ করা হল, তাঁদের বিরুদ্ধে আইনানুগ কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, তা পরে ঠিক করা হবে বলে জানানো হয়েছে৷ আমেরিকা থেকে এরকম আরও অনেক অনুপ্রবেশকারী ভারতীয়কে ফেরানোর সম্ভাবনা রয়েছে বলেই কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা মনে করছেন৷