জাতীয় পতাকার রঙ ভেসে উঠেছে বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগলে ৷ গুগলের হোমপেজে আঁকা এই ডুডল নজর কেড়েছে সকলের ৷ একইসঙ্গে রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর ও জাতীয় পশু বাঘ এবং হাতির ছবি ৷ প্রকৃতির বৈচিত্রের মাঝেই যেন ঐক্যের সুর ৷
বৈচিত্রের মধ্যে ঐক্য ৷ ভারতী সংস্কৃতির অন্যতম বৈশিষ্ঠ ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী ৷ নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশের মধ্যেও রয়েছে ঐতিহ্য ৷ এই সুবিশাল ভারতে হাজারো ভাষা, রীতি, খাদ্যাভ্যাস থাকা স্বত্ত্বেও রয়েছে ঐক্যবোধ ৷ সেই ঐক্যবোধের প্রতিচ্ছবিই উঠে এসেছে গুগল ডুডলে ৷
advertisement
গুগলের তরফ থেকে জানানো হয়েছে, ‘ইন্ডিয়ান ট্রাক আর্ট’-র উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই গুগল ডুডলটি ৷ ট্রাক চালকেরা মাঝে মধ্যেই বেশ কয়েকমাসের জন্য বাড়ির বাইরে থাকেন কাজের সূত্রে ৷ সেই সময়ই তারা নিজেরা নিজেদের মধ্যে বিনোদনের জন্য লোক সংস্কৃতির উপর ভিত্তি করে আনন্দে মেতে ওঠেন তারা ৷