লালকেল্লা থেকে জাতীয় পতাকার উন্মোচন করেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেজে ওঠে জতীয় সংগীত। বায়ুসেনার হেলিকপ্টার লালকেল্লার ওপর দিয়ে পুষ্পবৃষ্টি করে বিশেষ মুহূর্তকে আরও সুন্দর করে তোলে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, “মা ভারতী আবার জেগে উঠেছেন। বিগত ৯-১০ বছরে আমি অনুভব করেছি। গোটা বিশ্ব ভারতের ওপর বিশ্বাস করতে শুরু করেছে। ভারতের জ্যোতি দেখতে পাচ্ছে বিশ্ব। আমাদের সৌভাগ্য, আমাদের কাছে জনসংখ্যা, বৈচিত্র্য, গণতন্ত্র আছে। এই ত্রিবেণী ভারতকে এগিয়ে নিয়ে যাবে।”
আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে আমন্ত্রিত সাধারণ ভারতবাসী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে মোট ১,৮০০ জন সাধারণ নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে দু’বছর আগে দেশের ৭৫ম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতকে নিয়ে নয়া অঙ্গীকারের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আজ ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সেই অঙ্গীকারকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী।