সংবাদসংস্থা এএনআইকে অমলবাবু জানান, "আমার বাড়ির ছাদেই যন্ত্রাংশ জুড়ে জুড়ে এই যান তৈরি করা। ২০১৬ সালেই এই ছোট বিমানটি তৈরি করে ফেলেছিলাম। উড়ানের পরীক্ষার অনুমতি পাই আজ।আগামী দিনে আকাশে চক্কর কাটার জন্য পারমিট নিতে হবে।"
২০১৬ সালে বিশ্বের সামনে প্রথম আসে অমল যাদবের নাম, 'মেক ইন ইন্ডিয়া'-র সূত্রে। একটি প্রদর্শনীতে তাঁর নিজে তৈরি করা বিমানটি প্রথম বার দেখানো হয়। বিপুল সাড়া ফেলেছিল অমলবাবুর এই কাজ।
advertisement
তিনি এদিন বলেন, "আমরা পারমিটটা হাতে পাই ২০১৯ সালে। আজকের দিনটাই ও়ড়ার জন্য ধার্য হয়, এখনও আরও দুটি পদক্ষেপ বাকি। তাতে সফল হলে দেশি বিমান বানানোয় বিপ্লব আসবে।"
উল্লেখ্য ২০১৮ সালে মহারাষ্ট্র সরকার অমল যাদবের সংস্থা থ্রাস্ট এয়ার ক্রাফট প্রাইভে লিমিটেডের সঙ্গে ৩৫০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করে। স্থির হয়, তাঁর সংস্থা ২০টি আসনের উড়ান বানাবে পালাগড়ের জন্যে। জেট এয়ারওয়েজের প্রাক্তন সিনিয়ার কমান্ডার অমল যাদব পালাগড়ের ১৫৭ একর জমিতে এই কাজের জন্য ১০ হাজারের উপর লোককে নিয়োগ করেছেন।