TRENDING:

নোট বাতিলের ক্ষত মেটাতে মধ্যবিত্তের করে ছাড়, কমল আয়করের হার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে কর ছাড়ের সুখবর যে মিলতে পারে তাঁর পূর্বাভাস আগেই ছিল ৷ সেই মতোই অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা বাজেটে খানিক স্বস্তি পেল মধ্যবিত্ত শ্রেণী ৷
advertisement

বাজেটে আয়করের উর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র ৷ ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে করমুক্ত ৷  আড়াই লক্ষের বদলে এবার তিন লক্ষ টাকা পর্যন্ত মিলবে করছাড় ৷ তিন লাখ থেকে ৫ লাখ টাকা অবধি এখন অর্ধেক হারে দিতে হবে আয়কর ৷ ৫লক্ষ টাকা অবধি ৫ শতাংশ হারে দিতে হবে আয়কর, যা আগে ছিল ১০ শতাংশ ৷

advertisement

বর্তমানে আয়করের চিত্রটা অনেকটা এরকম,

২.৫০ লক্ষ আয়কর নেই

২ লক্ষ ৫০ হাজার ১ টাকা থেকে ৫ লক্ষ  - ১০ শতাংশ

৫ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ - ২০ শতাংশ

১০ লক্ষের বেশি- ৩০ শতাংশ

advertisement

১ কোটির বেশি আয়ে - ১৫ শতাংশ সারচার্জ

২০১৭-১৮ বাজেটে প্রস্তাবিত আয়কর

৩ লক্ষ থেকে ৫ লক্ষ - ৫ শতাংশ

৫ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ -- ১০ শতাংশ

১০ লক্ষের বেশি - ৩০ শতাংশ

advertisement

৫০ লক্ষের বেশি -১০ শতাংশ সারচার্জ

১ কোটির বেশি - ১৫ শতাংশ সারচার্জ

এই বাজেটে প্রস্তাব অনুযায়ী করছাড়ের কিছু ব্যবস্থাও রেখেছে সরকার ৷ ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে করমুক্ত ৷ সেক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে ৮০ সি-তে ৷ সবোর্চ্চ সাড়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় বিনিয়োগের কারণে করশূন্য হতে পারে ৷ সেক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে গৃহঋণ ও ৮০ সি ধারায় ৷ ৮০ সি ধারায় মোট ৭টি প্রকল্পে বিনিয়োগ করা যাবে ৷ এই বিনিয়োগের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫০% সাশ্রয় হতে পারে ৷

advertisement

এতে আয়কর কত বাঁচবে, দেখে নিন এক নজরে,

আয়                 সাশ্রয়

৩ লক্ষ             ৩,০৯০

৫ লক্ষ           ১০, ৮১৫

১০ লক্ষ         ১২, ৮১৫

এই বাজেটে ৫০ লক্ষ-১ কোটি টাকা আয়ে ১০% সারচার্জ বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এক কোটি টাকার উপরে আয় হলে সারচার্জ বাড়বে আরও ৫ শতাংশ ৷ অর্থাৎ ১ কোটির উপরে আয়ে ১৫% সারচার্জ দিতে হবে ৷ ছোট সংস্থাগুলির জন্যও করছাড়ের ব্যবস্থা রেখেছেন জেটলি ৷ বার্ষিক আয় ৫০ কোটির কম হলে আয়করে আগের হারের থেকে ৫ শতাংশ ছাড় দেওয়া হল ৷ করের হার ৩০% থেকে ২৫% করলেন করা হল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷

একইসঙ্গে অৰ্থমন্ত্রীর ঘোষণা, এবার থেকে ট্যাক্স রিটার্ন ফাইলের ফর্ম হবে এক পাতার। পাশাপাশি বিমা এজেন্টদের টিডিএস-এ দেওয়া হবে ছাড় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নোট বাতিলের ক্ষতে জেটলির মলমে কি কাজের কাজ হবে? উত্তরের অপেক্ষায় দেশ। ভোট রাজনীতির কথা মাথায় রেখে মধ্যবিত্ত ও চাকরিজীবিদেরই টার্গেট করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের ক্ষত মেটাতে মধ্যবিত্তের করে ছাড়, কমল আয়করের হার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল