TRENDING:

২ লক্ষ টাকার নগদ লেনদেনে নিয়ে কড়া আয়কর দফতর, জরিমানার হুঁশিয়ারি

Last Updated:

কালোবাজারি ঠেকাতে এবার নয়া নির্দেশিকায় ২ লক্ষ টাকা ও তাঁর অধিক পরিমাণ নগদ টাকা লেনদেন সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করল IT ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই দেশে কালো টাকা বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে বড় অঙ্কের নগদ লেনদেন প্রায় নিষিদ্ধ করেছে আয়কর বিভাগ ৷ কালোবাজারি ঠেকাতে এবার নয়া নির্দেশিকায় ২ লক্ষ টাকা ও তার অধিক পরিমাণ নগদ টাকা লেনদেন সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করল IT ৷
advertisement

এবার থেকে কোনও ব্যক্তি যদি এই নির্দেশিকা অমান্য করে ২ লক্ষ বা তার বেশি পরিমাণ নগদ লেনদেন করেন তাহলে তাঁকে এবং গ্রহীতাকেও সমপরিমাণ টাকা জরিমানা দিতে হবে ৷ কালো বাজারি ঠেকাতে শুক্রবারই এই বিজ্ঞপ্তি জারি করেছে আয়কর দফতর ৷

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কালোটাকা সংক্রান্ত লেনদেন বা এমন কোনও লেনদেনের তথ্য থাকলে আয়কর দফতরের ই-মেল অ্যাড্রেস- blackmoneyinfo@incometax.gov.in-এ জানাতে পারেন যে কোনও সাধারণ নাগরিক ৷ তাঁর তথ্য ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাসও দিয়েছে আয়কর দফতর ৷

advertisement

তবে পাকা রসিদের মাধ্যমে সরকারকে কিংবা ব্যাঙ্ককে, পোস্ট অফিসকে এবং কো-অপারেটিভ ব্যাঙ্ককে দু’লক্ষ বা তার অধিক নগদ টাকা দিলে সেক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ভারতীয় আয়কর আইনের নতুন ধারা ২৬৯এসটি অনুযায়ী, দৈনিক নির্ধারিত নগদ লেনদেনের উর্ধ্বে লেনদেন হলেই গ্রহীতার উপর ১০০ শতাংশ কর জরিমানা হিসেবে ধার্য হবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
২ লক্ষ টাকার নগদ লেনদেনে নিয়ে কড়া আয়কর দফতর, জরিমানার হুঁশিয়ারি