বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব পদে কর্মী নিয়োগ করা হবে তা হল, ইনকাম ট্যাক্স অফিসার, AO ক্যাডর, PS ক্যাডর, TA/ স্টেনো গ্রেড ২/চালক , নোটিশ সার্ভার/ LDC/ চালক, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ C ৷
বেতন হবে ২০,৬০০ - ৪৬,৫০০ টাকা ৷
এই পদগুলিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা পদভেদে ভিন্ন ৷ তবে মাধ্যমিক পাশ থেকে উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমাধারী, স্নাতক যোগ্যতার চাকরিপ্রার্থীরা ওই শূন্যপদে আবেদন করতে পারেন ৷ আবেদনকারীকে হিন্দিতে প্রতি মিনিটে ১৫টি শব্দ, ইংরাজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং করতে জানতে হবে ৷
advertisement
তবে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে ৷ বয়সসীমা হতে হবে ১৮-৩৫ বছর ৷ তবে সংরক্ষিত কোটার নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমায় ছাড় থাকবে ৷
লিখিত, মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকার পর্বের পর মেডিক্যাল পরীক্ষায় পাশ করার পর ওই পদগুলিতে নিয়োগ করা হবে ৷
আয়কর দফতরের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে http://www.incometaxindia.gov.in অনলাইনে আবেদন করা যাবে ৷