ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে বৃদ্ধের হাতে পুরস্কার বাবদ তুলে দেওয়া হয় নগদ ১১,০০০ টাকা। দেওয়া হয় লাঠি, শাল ও একটি সম্মানের শংসাপত্র-ও।
বিজয় পাল সিং-এর গল্প সামনে আসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটা লম্বামতো কাঠের টেবিলের সামনে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ। ব্যস্ত হাতে তৈরি করছেন ছোলা মাখা, ছোলার সঙ্গে লেবু মাখতে মাখতে বলছেন, '' আমার পরিবার বড় ঠিকই, কিন্তু এই বয়সে কাজ না করলেও চলে যেত, তবু আমি পরিশ্রমের মধ্যেই থাকি... এতে সুস্থ থাকা যায়!''
রায়বরেলির ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বৈভব শ্রীবাস্তব জানান, সরকারি প্রকল্পের আওতায় বিজয় পাল সিং একটি বাড়িও পাবেন। তিনি আরও বলেন, '' ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রীরও নজরে এসেছে। শৌচাগার সংস্কারের জন্য সরকারের তরফে 'বাবা'-কে আর্থিক সাহায্য করা হয়েছে। 'বাবা'-র যা-যা প্রয়োজন, প্রশাসন নিশ্চয়ই দেখবে। উনি আমাদের সবার অনুপ্রেরণা।''