TRENDING:

ভয়াবহ দুর্ঘটনা ! উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস গভীর খাদে পড়ে মৃত ৪৭, আহত ১১

Last Updated:

উত্তরাখণ্ডের মানুষ রবিবার সকাল দেখল ঠিক অন্য ভাবেই ৷ ভয়াবহতা ছাফিয়ে গিয়েছে সব কিছুকেই ৷ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস খাদে পড়ে মৃত ৪৬ জন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের মানুষ রবিবার সকাল দেখল ঠিক অন্য ভাবেই ৷ ভয়াবহতা ছাফিয়ে গিয়েছে সব কিছুকেই ৷ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস একটি গভীর খাদে পড়ে মৃত সাতচল্লিশ জন ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ৷ তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে চুয়াল্লিশ জন বাস যাত্রী প্রাণ হারিয়েছেন ৷ শেষ পাওয়া খবরে আহত হয়েছেন এগারো জন তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement

বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দফতর ৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ জানা গিয়েছে রামনগরের উদ্দেশে বাসটি যাচ্ছিল সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং ও রাজ্যপাল কেকে পৌল, বিধানসভার অধ্যক্ষ প্রেমচাঁদ আগরওয়ালও এই দুর্ঘটনায় কথা উল্লেখ করে এক ট্যুইট বার্তায় গভীর শোকপ্রকাশ ৷ মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ৷ জেলা প্রশাসনকে সব রকমের সাহায্য করতে বলেছেন ৷ নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে সরকার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আরও পড়ুন বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম, টালমাটাল মধ্যবিত্তের হেঁশেল

বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ দুর্ঘটনা ! উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস গভীর খাদে পড়ে মৃত ৪৭, আহত ১১