এপ্রসঙ্গে বেশি বিতর্কে না গিয়ে সোজাসুজি আম্বানি বলেন, “আমার কাছে একটা বিষয় পরিষ্কার যে, দেশ আমার কাছে প্রথমে। আমি বুদ্ধিজীবী নই, ফলে আমি এসব বুঝিও না। কিন্তু সব ভারতবাসীর মতো নিজের দেশই আমার কাছে প্রথমে।”
কাশ্মীরের উরি সেনাছাউনিতে জঙ্গি হামলার পরেই দু’দেশের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে ৷ উরির পরেও সীমান্তে উত্তেজনা কিছুতেই কমেনি, উল্টে বেড়েছে ৷ জঙ্গিরা যে পাক মদতপুষ্ট, সেব্যাপারে প্রথামিক তদন্তের পর অনেক কিছুই জানতে পেরেছে ভারতীয় সেনাবাহিনী ৷ এরপরই ‘পাকিস্তানি হটাও’ স্লোগান ওঠে গোটা দেশজুড়ে ৷ এর প্রভাব পড়ে বলিউড এবং ক্রীড়াজগতেও ৷ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে বহুদেশীয় সিরিজেও এখন আর এক গ্রুপে না থাকারই পক্ষপাতী ভারত ৷ বলিউডে পাক কলাকুশলীদেরও ইতিমধ্যেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই গোটা বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠলেও এব্যাপারে সহমত পোষন করেছেন মুকেশ আম্বানি ৷
advertisement