ওড়িশার কটকে হঠাৎই শুরু হয়েছে স্টোনম্যান আতঙ্ক ৷ গত ২৪ ঘণ্টায় পর পর ৩টে খুন হয়েছে শহরে ৷ প্রত্যেকটি খুনের ধরণই একই রকম ৷ টার্গেটও একই ৷ তিন ক্ষেত্রেই রাস্তার ধারে শুয়ে থাকা, ভবঘুরে বা দিনমজুরদেরই টার্গেট করা হয়েছে ৷ পাথর দিয়ে একই রকম ভাবে থেঁতলে খুন করা হয়েছে তিনজনকে ৷ গতকাল সকালে রক্তে ভাসা তিনটি দেহ উদ্ধার হয় শহরের তিনটি জায়গা থেকে ৷
advertisement
ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনার সত্যজিৎ মোহান্তি জানান, একটিই অস্ত্র দিয়ে তিন জনকে খুন করা হয়েছে ৷ সম্ভবত কোনও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিই এই কাণ্ড ঘটিয়েছেন ৷ খুনগুলি রাত ২-৩টের মধ্যেই হয়েছে ৷ বিষয়টি অত্যন্ত গুরুত্ব নিয়ে দ্রুততার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 6:36 PM IST