ম্যাঙ্গো নোটিফায়েড এলাকায় ৩ লক্ষ মানুষের বাস। সাধারণ মানুষকে ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সেলফির একট কনটেস্ট করা হবে ৷ তাদের মধ্যে তিনটি সেরা সেলফি বেছে নিয়ে তাদের পুরষ্কার দেওয়া হবে ৷ গান্ধি জয়ন্তীতে জয়ীদের স্মার্টফোন পুরষ্কারে দেওয়া হবে ৷ এছাড়া প্রথম ৫০টি সেলফিকে সার্টিফিকেট দেওয়া হবে শহরকে পরিষ্কার রাখার জন্য ৷
advertisement
যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাদের ডাস্টবিনের সঙ্গে তোলা সেলফি কমিটি অফিসে পাঠাতে হবে বা MNAC-র ফেসবুক পেজে শেয়ার করতে হবে ৷ ৩০ সেপ্টম্বর এই প্রতিযোগিতার শেষ দিন ৷ পরে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন বিজেতাকে বেছে নেওয়া হবে।
নোটিফায়েড এরিয়া কমিটির স্পেশাল অফিসার সঞ্জয় কুমার জানিয়েছেন, ‘ আজকের যুব সমাজ সেলফি তুলতে মগ্ন ৷ তাই শহরকে পরিষ্কার রাখার বিষয়ে তাঁদের সচেতন করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
