TRENDING:

কোর্টে শুনানি চলাকালীন একী করলেন আইনজীবী! ভরা আদালতে মহিলাকে সটান 'চুমু'!

Last Updated:

কোর্টে চলছিল ভার্চুয়াল শুনানি আর সেই সময়েই আইনজীবী যা করলেন তা দেখে স্তম্ভিত সকলে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রাগ উগরে দিয়েছেন অনেকেই। কিন্তু, ব্যাপারটা কী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:কোর্টে চলছিল ভার্চুয়াল শুনানি আর সেই সময়েই আইনজীবী যা করলেন তা দেখে স্তম্ভিত সকলে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রাগ উগরে দিয়েছেন অনেকেই। কিন্তু, ব্যাপারটা কী?
কী কাণ্ড ঘটালেন আইনজীবী
কী কাণ্ড ঘটালেন আইনজীবী
advertisement

দিল্লি হাইকোর্টে শুনানি চলাকালীন এক মহিলাকে সটান ‘চুমু’ খেয়ে নিলেন আইনজীবী। আর এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়।

গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটে ভার্চুয়াল শুনানি চলাকালীন। সকলে তখন বিচারপতি আসার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়েই এই লজ্জাজনক কাণ্ডটি ঘটিয়ে ফেলেন ওই আইনজীবী।

ভার্চুয়াল অনলাইনের ওই ফুটেজে দেখা যায় আইনজীবী একদম ধোপদুরস্ত হয়ে আইনজীবীর পোশাকে দাঁড়িয়ে আছেন। ক্যামেরার থেকে একটু দূরে দাঁড়ালেও তাঁর মুখ স্পষ্ট।

advertisement

দেখা যায়, পাশে শাড়ি পরা এক এক মহিলা দাঁড়িয়ে আছেন। হঠাৎই ওই আইনজীবী মহিলার হাত ধরে টেনে কাছে আনেন এবং এরপরেই তাঁর গালে সটান চুমু খেয়ে নেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা-বিস্কুট দেখেই মুখে পুরেছেন তো 'মরেছেন'! এগুলো আসলে কী বলুন তো?
আরও দেখুন

মহিলা এবং পুরুষ আইনজীবীর পরিচয় এখনও পাওয়া যায়নি। যদিও এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।

বাংলা খবর/ খবর/দেশ/
কোর্টে শুনানি চলাকালীন একী করলেন আইনজীবী! ভরা আদালতে মহিলাকে সটান 'চুমু'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল