TRENDING:

Ramdev vs Allopathy: জেদি রামদেব, এবার আমিরকে টানলেন দলে, দিলেন মেডিক্যাল মাফিয়ার উদাহরণ!

Last Updated:

অ্যালোপ্যাথি (Allopathy) নিয়ে তাঁর মন্তব্যে ঝড় উঠেছে৷ চিকিৎসক (Doctors vs Ramdev) মহল থেকে ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে৷ হয়েছে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের৷ তাও দমছেন না রামদেব...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অ্যালোপ্যাথি চিকিৎসা (Allopathy treatment) নিয়ে রামদেবের (Ramdev) মন্তব্যকে নিয়ে চটেছেন দেশের চিকিৎসক মহল৷ অভিযোগ দায়ের হয়েছে যোগগুরুর বিরুদ্ধে৷ ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে৷ রামদেবকে নোটিশও পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA to Ramdev)৷ তারপরও দমছেন না রামদেব৷ তিনি তর্ক চালিয়ে যাচ্ছেন৷ এবার তাঁর নতুন সংযোজন অভিনেতা আমির খানের জনপ্রিয় (Aamir Khan show Satyameva Jayate) টক শো সত্যমেব জয়তের একটি ভিডিও৷ শোয়ের একটি ছোট্ট ক্লিপিং তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে দেখা গিয়েছে যে, শোয়ে উপস্থিত অতিথি ডাঃ সামিত শর্মা ওষুধের দামের তারতম্যের কথা তুলে ধরেছেন৷ তিনি সরাসরি জানিয়েছেন যে সাহস থাকলে এই মেডিক্যাল মাফিয়ারা (Medical Mefia) অভিনেতা আমির খানের বিরুদ্ধে পদক্ষেপ নিন!
advertisement

উল্লেখ্য, অ্যালোপ্যাথি চিকিৎসা বা আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে বোকা বিজ্ঞান বলে মস্করা করেন রামদেব৷ তাঁর বক্তব্যের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ এরপরই যোগগুরুর বিরুদ্ধে সোচ্চার হন দেশের চিকিৎসকরা৷ করোনা কালে তাঁরা প্রাণ পাত করে মানুষের সেবা করছেন, আর তাদের নিয়ে এমন হাসি ঠাট্টা মোটেও ভাল চোখে নেননি চিকিৎসকরা৷ তবে রামদেবও দমে যাওয়ার পাত্র নন৷ তিনি আমিরের শোয়ের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে জেনারিক মেডিসিন ও ব্র্যান্ডের মেডিসিনের মধ্যে আকাশপাতাল দামের পার্থক্যের কথা তুলে ধরা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ভিডিওতে ডাঃ শর্মা বলেন যে, ওষুধের দাম এমনিতে কম৷ তবে দোকানে যখনই সেই ওষুধ কোনও ব্র্যান্ডের তরফ থেকে আসে তখনই তার দাম অনেকটাই বেড়ে যায়৷ তিনি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট বুঝিয়ে দেন৷ এতে স্পষ্ট হয়ে যায় যে একদল অসাধু লোক এই মূল্যবৃদ্ধির পিছনে কাজ করছে এবং চিকিৎসরা এদের সাহায্য করছেন৷ ফলে সাধারণ মানুষ এই ওষুধ কিনতে পারেন না৷ এই পোস্টটি করে রামদেব আসলে নিজের পাল্লা ভারি করতে চেয়েছেন৷ তিনি বোঝাতে চেয়েছেন যে চিকিৎসকরা নিজেদের যতই সৎ প্রমাণ করতে চান না কেন, আদতে তাদের মধ্যেও রয়েছে লোভ৷ চিকিৎসকদের নিয়ে তাঁর মন্তব্যের জন্য যেভাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ক্ষেপে উঠেছে, তারা আমির খানের বিরুদ্ধেও ব্যবস্থা নিক, এমনই দাবি রামদেবের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ramdev vs Allopathy: জেদি রামদেব, এবার আমিরকে টানলেন দলে, দিলেন মেডিক্যাল মাফিয়ার উদাহরণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল