উল্লেখ্য, অ্যালোপ্যাথি চিকিৎসা বা আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে বোকা বিজ্ঞান বলে মস্করা করেন রামদেব৷ তাঁর বক্তব্যের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ এরপরই যোগগুরুর বিরুদ্ধে সোচ্চার হন দেশের চিকিৎসকরা৷ করোনা কালে তাঁরা প্রাণ পাত করে মানুষের সেবা করছেন, আর তাদের নিয়ে এমন হাসি ঠাট্টা মোটেও ভাল চোখে নেননি চিকিৎসকরা৷ তবে রামদেবও দমে যাওয়ার পাত্র নন৷ তিনি আমিরের শোয়ের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে জেনারিক মেডিসিন ও ব্র্যান্ডের মেডিসিনের মধ্যে আকাশপাতাল দামের পার্থক্যের কথা তুলে ধরা হয়েছে৷
advertisement
এই ভিডিওতে ডাঃ শর্মা বলেন যে, ওষুধের দাম এমনিতে কম৷ তবে দোকানে যখনই সেই ওষুধ কোনও ব্র্যান্ডের তরফ থেকে আসে তখনই তার দাম অনেকটাই বেড়ে যায়৷ তিনি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট বুঝিয়ে দেন৷ এতে স্পষ্ট হয়ে যায় যে একদল অসাধু লোক এই মূল্যবৃদ্ধির পিছনে কাজ করছে এবং চিকিৎসরা এদের সাহায্য করছেন৷ ফলে সাধারণ মানুষ এই ওষুধ কিনতে পারেন না৷ এই পোস্টটি করে রামদেব আসলে নিজের পাল্লা ভারি করতে চেয়েছেন৷ তিনি বোঝাতে চেয়েছেন যে চিকিৎসকরা নিজেদের যতই সৎ প্রমাণ করতে চান না কেন, আদতে তাদের মধ্যেও রয়েছে লোভ৷ চিকিৎসকদের নিয়ে তাঁর মন্তব্যের জন্য যেভাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ক্ষেপে উঠেছে, তারা আমির খানের বিরুদ্ধেও ব্যবস্থা নিক, এমনই দাবি রামদেবের৷