তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, বেশ কয়েকটি স্থানে তীব্র গরম পড়বে। আকাশ পরিষ্কার থাকবে ও গরম হাওয়া বইবে। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা পাঁচ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ২৮ তারিখের পর গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। কারণ, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে, ২৯–৩০ তারিখে দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটল রিজিয়নে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
advertisement
দিল্লির পাশাপাশি এই দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানেও। সেখানেও দু’দিন তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই লাল সতর্কতার বদলে কমলা সতর্কতা জারি থাকবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2020 9:50 AM IST