কলকাতা: ৭৯তম স্বাধীনতা দিবসে জাতি উদ্দেশ্যে ভাষণে অনুপ্রবেশকারীদের দেশের জন্য ‘বিপদ’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুপ্রবেশকারীদের ফলে দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মোদি। এই ধরনের বিষয় কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। শুক্রবার লালকেল্লা থেকে এমনই কথা বলেন নরেন্দ্র মোদি।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গোটা দেশকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। একটা সুচিন্তিত ষড়যন্ত্র করা হচ্ছে। যে নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে যার ফলে দেশের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে।”
advertisement
একইসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের দেশের বোন, কন্যাদের টার্গেট করা হচ্ছে। দেশের আদিবাসীদের ভুল বুঝিয়ে জমি কেড়ে নেওয়া হচ্ছে। এটা একদমই মেনে নেওয়া হবে না।”
অনুপ্রবেশকারীদের নিয়ে বরাবরই সরব বিজেপি। পশ্চিমবঙ্গ-সহ সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে অনুপ্রবেশ ঘটছে বলে বারংবার অভিযোগ করে এসেছে পদ্ম শিবির। শুক্রবার লালকেল্লায় সীমান্ত অঞ্চল লাগোয়া এলাকায় অনুপ্রবেশ সংকট নিয়ে মুখ খোলেন মোদি। তিনি বলেন, ” সীমান্ত এলাকায় যে ভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে তা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একটি ভীতির বিষয়। আমাদের পূর্বপুরুষরা বহু কষ্টে আমাদের এই দেশ স্বাধীন করেছেন। আমরা অনুপ্রবেশকারীদের কাছে কোনওভাবেই আত্মসমর্পণ করব না। তাই আমরা লালকেল্লা থেকে উচ্চ পর্য়াযের একটি জনবিন্যাস মিশন শুরু করার ঘোষণা করছি। এই মিশন ভারতের এই বিপদ থেকে রক্ষা করবে।”