TRENDING:

IKEA Hyderabad: ১০০০ আসনের রেস্তোরাঁ, ৭,৫০০ পণ্যসামগ্রী নিয়ে আইকেইএর প্রথম ভারতীয় শোরুমের সূচনা আজ

Last Updated:

আইকেইএ (IKEA)। হায়দ্রাবাদের হাইটেক সিটিতে প্রায় ১৩ একর জমির উপর ৪০০,০০০ স্কোয়ার ফুট নিয়ে তৈরি হয়েছে এই বিপণি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দ্রাবাদ:  হায়দ্রাবাদ শহরে তাদের প্রথম ভারতীয় বিপণি খুলেছে সুইডিশ বহুজাতিক সংস্থা আইকেইএ (IKEA)। হায়দ্রাবাদের হাইটেক সিটিতে প্রায় ১৩ একর জমির উপর ৪০০,০০০ স্কোয়ার ফুট নিয়ে তৈরি হয়েছে এই বিপণি । ভারতের প্রথম আইকেইএ বিপণিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা ।
advertisement

প্রায় ৭,৫০০ গৃহসজ্জার পণ্যের সম্ভার থাকছে যার দামও নাগালের মধ্যেই । এর মধ্যে প্রায় ১,০০০ টি জিনিষপত্রের দাম ২০০ টাকারও কম । আন্তর্জাতিক পণ্য ছাড়াও থাকবে স্থানীয় জিনিষপত্রও । এছাড়াও থাকছে এক বিশাল রেস্তোরাঁ যার আসন সংখ্যা প্রায় ১,০০০ । সুইডিশ ও ভারতীয়-দুই ধরনের খাবারই পাওয়া যাবে এই রেস্তোরাঁয় । ক্রেতা আকর্ষণ করতে থাকছে বিরিয়ানিও । মিটবলের দাম ১৪৯ টাকা। বিরিয়ানি পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায় ।

advertisement

তাদের প্রথম ভারতীয় বিপণিতে প্রায় ৯০০জন কর্মী নিয়োগ করবে আইকেইএ । হায়দ্রাবাদ ছাড়াও দেশের আরও ৪০টি শহরেও তাদের বিপণি খোলার পরিকল্পনা করছে এই সুইডিশ সংস্থা । ২০১৯ এর মধ্যেই মুম্বইতেও খোলা হতে পারে আরেকটি শাখা ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগামী ৩ বছরের মধ্যে প্রায় ২০ কোটি গ্রাহককে পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে এই সংস্থা । বর্তমানে বিশ্বের প্রায় ৪৯টি দেশে তাদের প্রায় ৪০৩টি বিপণি আছে ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
IKEA Hyderabad: ১০০০ আসনের রেস্তোরাঁ, ৭,৫০০ পণ্যসামগ্রী নিয়ে আইকেইএর প্রথম ভারতীয় শোরুমের সূচনা আজ