TRENDING:

IKEA: প্রথম দিনের ভিড়ে সামলাতেই নাকাল আইকিয়া কর্মচারীরা, ট্রাফিক জ্যামে স্তব্ধ হল শহর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দ্রাবাদ: গতকালই হায়দ্রাবাদের হাইটেক সিটিতে ভারতে তাদের প্রথম বিপণি খুলে ফেলেছে সুইডিশ গৃহস্থলী সামগ্রী বিক্রেতা সংস্থা আইকিয়া । আর শুরুতেই যে এহেন সাড়া ফেলবে তা বোধহয় আইকিয়া কর্তৃপক্ষও ভাবেনি ।
advertisement

সকাল ১০টা থেকেই উপচে পড়েছিল ভিড় । ক্রমশ বেড়েছে উৎসাহী জনতার ভিড় । রাত ১১টার সময়ও ছিল চোখে পড়ার মত ভিড় । গ্রাহকদের ভিড় সামাল দিতে নাজেহাল হয়েছেন কর্মচারীরা ।

সুদূর বেঙ্গালুরু থেকেও আইকিয়ার প্রথম দোকান দেখতেই ছুটে এসেছেন কৃষ্ণ মোহন দীক্ষিত নামক এক গ্রাহক । দোকান খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রায় ১.৫ ঘন্টা । তবে এই ভিড় শুধুমাত্র দোকানের ভিতরেই আটকে ছিল না । নিত্য অফিসযাত্রীদের নিয়ে এমনিতেও ট্রাফিক মন্থর থাকে হাইটেক সিটিতে । তার উপর আইকিয়া ফেরত জনতার চাপে একপ্রকার স্তব্ধ হয়ে যায় ওই অঞ্চলের ট্রাফিক । রাত ১১টার পরেও গাড়ির লম্বা লাইনে থমকে ছিল শহর ।   এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়াও ।

advertisement

একের পর ট্যুইটে প্রথম দিনেই ট্রেন্ড করল আইকিয়া ও আইকিয়া ভক্তরা ।

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ট্রাফিকের অবস্থা নিয়ে ট্যুইটারে নালিশও করেন কয়েকজন । তাঁদের বক্তব্য ছিল চূড়ান্ত অব্যবস্থার জন্যই এই হাল । উত্তরে আইকিয়ার পার্কিং ব্যবস্থাকে দায়ী করেছে হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশ ।

বাংলা খবর/ খবর/দেশ/
IKEA: প্রথম দিনের ভিড়ে সামলাতেই নাকাল আইকিয়া কর্মচারীরা, ট্রাফিক জ্যামে স্তব্ধ হল শহর