TRENDING:

Baba Ramdev : ভাঙবেন তবু মচকাবেন না! 'অ্যালোপাথি কাজ করলে চিকিৎসকেরা কেন অসুস্থ হন?’ ফের স্বমহিমায় রামদেব!

Last Updated:

অ্যাল্যোপ্যাথি (Allopathy Medicines) ওষুধের কার্যকারিতা নিয়ে আবারও প্রশ্ন তুললেন যোগগুরু রামদেব (Baba Ramdev)। সোমবার টুইটারে ২৫ টি প্রশ্ন পোস্ট করেন রামদেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের স্বমহিমায় রামদেব। ছুটলেন সুপ্রিম কোর্টে।
ফের স্বমহিমায় রামদেব। ছুটলেন সুপ্রিম কোর্টে।
advertisement

সোমবার টুইটারে ২৫ টি প্রশ্ন পোস্ট করেন রামদেব। প্রশ্ন করেন, ‘থাইরয়েড, কোলাইটিস এবং অ্যাসমার জন্য ওষুধ সংস্থাগুলির কোনও নির্দিষ্ট চিকিৎসা আছে?’ লিভার সিরোসিসের মতো রোগের চিকিৎসা আছে কিনা, জানতে চান রামদেব। জানতে চান, অ্যালোপাথি চিকিৎসা পদ্ধতির কাছে বয়স কমানোর, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো, বন্ধ্যাত্বের মতো বিষয়ের কোনও উত্তর আছে কিনা। বলেন, ‘যেমনভাবে আপনারা টিবি এবং চিকেন পক্স সারিয়ে তোলার উপায় বের করেছেন, পাকস্থলীর জন্য চিকিৎসারও খুঁজে বের করুন। শেষপর্যন্ত অ্যালোপাথি তো ২০০ বছরের বেশি সময় ধরে চলছে।’ সঙ্গে বলেন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থেকে কি মুক্তি দিতে পারে অ্যালোপাথি ওষুধ?

advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়ো নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। ভিডিয়োটি তুলে ধরে গত শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তরফে অভিযোগ করা হয়, অ্যালোপাথিকে ‘বোকা বিজ্ঞান’ বলেছেন রামদেব। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় অনেকের সঙ্গে যোগাসন করছেন রামদেব। আর তা করতে করতে চিকিৎসকদের নিয়ে ঠাট্টা করেছেন। বলছেন, 'তৃতীয়জন বলল ডাক্তার হব। এক হাজার ডাক্তারতো করোনার দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছে। গতকালের খবরেই তা জানতে পেরেছি। কিন্তু, যারা নিজেদেরই বাঁচাতে পারে না, তারা কেমন ডাক্তার।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযোগ এই ধরণের তির্যক মন্তব্যের পাশাপাশি রেমডেসিভির, ফ্যাবি ফ্লু-সহ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদিত বিভিন্ন ওষুধ করোনাভাইরাসের চিকিৎসা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন রামদেব। ‘অ্যালোপাথি ওষুধ নিয়ে লাখ লাখ রোগী মারা যাচ্ছেন’ বলেও দাবি করেন। সেই ‘অশিক্ষিত’ মন্তব্যের জন্য রামদেবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে আর্জি জানায় দেশের চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন।b

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Baba Ramdev : ভাঙবেন তবু মচকাবেন না! 'অ্যালোপাথি কাজ করলে চিকিৎসকেরা কেন অসুস্থ হন?’ ফের স্বমহিমায় রামদেব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল