পুলিশের তরফে জানানো হয়েছে একটি গাড়িতে জাল নম্বর প্লেট লাগানো ছিল ৷ স্যান্ট্রো গাড়িতে লাগানো ছিল টু উইলার গাড়ির নম্বর প্লেট ৷ তা দেখেই সন্দেহ হয় পুলিশের ৷ এরপর চালককে গাড়ি থামাতে বললে সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ৷ এরপর গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পুলিশ ৷ চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায় ৷ তার খোঁজে তল্লাশি চলছে এলাকায় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে এই হামলার বিষয়ে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল ৷ বুধবার থেকেই এই গাড়িটির খোঁজ চালাচ্ছিল পুলিশ ৷
advertisement
পুলিশ ও সেনা যৌথ ভাবে এই অপারেশন চালায় ৷ পরে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ তারা এসে বোমা নিস্ক্রিয় করে ৷ গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল ৷ এর জেরে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল ৷
গত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় এরকম ভাবেই বিস্ফোরক ভর্তি গাড়ি গিয়ে থাক্কা মারে সিআরপিএফ এর ট্রাকে ৷ জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন ৷