TRENDING:

এবার বাড়িতেই করতে পারবেন করোনা টেস্ট, ছাড়পত্র দিল ICMR

Last Updated:

হোম আইসোলেশন টেস্টিং কিটের জন্য MY LAB DISCOVERY SOLUTION LTD পুণের সংস্থাকে অথোরাইজ করা হয়েছে ৷ কিটের নাম COVISELF (Pathocatch) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার বাড়িতেই করোনা টেস্ট করার ছাড়পত্র দিল ICMR ৷ এই বিষয়ে বুধবার নির্দেশিকা জারি করা হয়েছে ৷ উপসর্গ থাকলে তবেই বাড়িতে পরীক্ষা করা যাবে ৷ করোনা আক্রান্তের সংস্পর্শে এলে করা যাবে পরীক্ষা ৷ মোবাইল ফোনে অ্যাপে থাকবে পরীক্ষার নিয়মাবলী ৷ পরীক্ষার রিপোর্ট আপলোড করতে হবে অ্যাপে ৷ পরীক্ষার সব তথ্য ICMR-এর কাছে থাকবে ৷
advertisement

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য একটি টেস্ট কিটকে অনুমতি দিল ICMR৷ এই কিটের সাহায্যে বাড়িতে বসেই নাক থেকে স্যাম্পেল নেওয়া যাবে ৷ হোম আইসোলেশন টেস্টিং কিটের জন্য MY LAB DISCOVERY SOLUTION LTD পুণের সংস্থাকে অথোরাইজ করা হয়েছে ৷ কিটের নাম COVISELF (Pathocatch) ৷

ছাড়পত্র দেওয়ার পর ICMR-এর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যাঁদের মধ্যে করোনার লক্ষণ রয়েছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের অবশ্যই টেস্ট করা উচিৎ ৷ সংস্থার তরফে দেওয়া ম্যানুয়েলে টেস্ট করা পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানানো রয়েছে ৷ হোম টেস্টিংয়ের জন্য গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ অ্যাপের মাধ্যমে জানতে পারবেন রিপোর্ট পজিটিভ না নেগেটিভ ৷

advertisement

বাড়িতে টেস্ট করার জন্য টেস্ট স্ট্রিপ ফিচার কিনতে হবে এবং সেই মোবাইল থেকে ছবি তুলতে হবে যেখানে অ্যাপ ডাউনলোড করা হয়েছে ৷ মোবাইল ফোনের ডেটা সরাসরি ICMR এর টেস্টিং পোর্টালে স্টোর হয়ে যাবে ৷ রোগীর গোপনীয়তা বজায় রাখা হবে ৷ এই রিপোর্টে যাঁর টেস্ট পজিটিভ আসবে তাকে পজিটিভ মনে করা হবে ৷ অন্য টেস্ট করার আর দরকার পড়বে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রিপোর্ট পজিটিভ এলে হোম আইসোলেশনে থাকতে হবে এবং ICMR এর গাইডলাইন মেনে চলতে হবে ৷ যে রোগীদের নেগেটিভ আসবে তাদের RTPCR করাতে হবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এবার বাড়িতেই করতে পারবেন করোনা টেস্ট, ছাড়পত্র দিল ICMR
Open in App
হোম
খবর
ফটো
লোকাল