এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ন্যাচারলস আইসক্রিমের প্রতিষ্ঠাতা রঘুনন্দন কামাথের মৃত্যুতে আমরা শোকাহত। খুবই দুর্ভাগ্যজনক দিন আমাদের।’ কর্ণাটকের মেঙ্গালুরুতে আম বিক্রেতা বাবার ছেলে ছিলেন রঘুনন্দন কামাথ। ছোটবেলা থেকেই বাবাকে সেই কাজে সাহায্য করতেন।
আরও পড়ুন: খেলাধুলো থেকে পড়াশোনা, আপনার সন্তান হবে চ্যাম্পিয়ন! মানুন কালামের এই ৫ উপদেশ
সেই সময় থেকেই কাঁচা আম পাকা আম বাছাই করার কাজ শুরু করেন এবং দক্ষ হয়ে ওঠেন। পরে ১৪ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে দাদার খাবারের দোকানে কাজ শুরু করেন। তখন থেকেই হাতে তৈরি বা হ্যান্ডক্রাফটেড আইসক্রিম তৈরির ভাবনা ছিল তাঁর।
আরও পড়ুন: আপনার কি হার্ট অ্যাটাক হতে পারে? শরীরের ‘এই’ বিশেষ অংশের মাপে রয়েছে ইঙ্গিত! জানলে চমকে যাবেন
১৯৮৪ সালে মুম্বই আসেম তিনি। ৬ জন কর্মীকে নিয়ে ১২ ফ্লেভারের আইসক্রিম পার্লার খোলেন রঘুনন্দন। জুহু স্কিমের কাছে ছিল সেই আইসক্রিম পার্লার। সেই আইসক্রিম এমন জনপ্রিয় হয়ে ওঠে যে ১০ বছরের মধ্যে আরও ৫টি দোকান করেন তিনি। এই মুহূর্তে দেশজুড়ে ১৬৫টি আউটলেট রয়েছে ১৫টি শহরে।