TRENDING:

IAS Tina Dabi: মা হলেন আইএএস অফিসার টিনা ডাবী, দ্বিতীয় বিয়ের এক বছর পর পেলেন মাতৃত্বের স্বাদ

Last Updated:

IAS officer Tina Dabi Became Mother : টিনা ডাবী এবং স্বামী প্রদীপ গওয়ান্ডের এটাই প্রথম সন্তান। বিয়ের এক বছর পর নতুন অতিথি এল তাঁদের সংসারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: আইএএস অফিসার টিনা ডাবী মা হলেন। শুক্রবার জয়পুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাঁর এবং স্বামী প্রদীপ গওয়ান্ডের এটাই প্রথম সন্তান। বিয়ের এক বছর পর নতুন অতিথি এল তাঁদের সংসারে। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে টিনা জয়লসমেরের জেলাশাসকের দায়িত্বে ছিলেন।
বিয়ের এক বছর পর নতুন অতিথি এল তাঁদের সংসারে
বিয়ের এক বছর পর নতুন অতিথি এল তাঁদের সংসারে
advertisement

প্রথম মহিলা হিসেবে জয়সলমেরের জেলাশাসকের ভূমিকা পালন করেন। আরও বহু দিক দিয়ে ইতিহাসে মাইলফলকের সাক্ষী ২০১৫ সালের এই আইএএস অফিসার। ২০১৫ সালে আইএএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন টিনা ৷ দলিত সম্প্রদায় থেকে তিনিই প্রথম এই পরীক্ষায় প্রথম স্থান পান ৷ পাশাপাশি, এক জন মহিলা হিসেবেও এই নজির তিনিই প্রথম স্থাপন করেন ৷ টিনার প্রথম স্বামী ছিলেন আইএএস অফিসার আথার আমির খান ৷ ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান পেয়েছিলেন ৷ টিনা ও আমিরের দু’ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০২১-এ ৷

advertisement

এর পর টিনা বিয়ে করেন সরকারি আইএএস প্রদীপ গওয়ান্ডেকে। টিনার মতো প্রদীপও রয়েছেন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে ৷ জানা গিয়েছে অতিমারি পরিস্থিতি মোকাবিলার সময়ে দু’জনের আলাপ৷ গত বছর এপ্রিলে ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন তাঁরা৷ দক্ষ প্রশাসক টিনা সমাজমাধ্যমেও সক্রিয় ও জনপ্রিয়।

স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে সাধভক্ষণ অনুষ্ঠানের মুহূর্তের ছবি তিনি পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। অনুরাগীদের শুভেচ্ছা স্রোতে ভেসে গিয়েছে তাঁর ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

জয়সলমেরের জেলাশাসক পদে কর্মরত অবস্থায় একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ করেছেন তিনি। তিন মাসের জন্য ‘জয়সলমের শক্তি লেডিস ফার্স্ট’ প্রকল্প বিশেষ সাড়া ফেলেছিল মহিলাদের মধ্যে। টিনার দ্বিতীয় বিয়ের পর পরই তাঁর প্রাক্তন স্বামী আথার আমির নিজের বাগদানের ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ তাঁর দ্বিতীয় স্ত্রী মেহরীন কাজী পেশায় চিকিৎসক ৷

বাংলা খবর/ খবর/দেশ/
IAS Tina Dabi: মা হলেন আইএএস অফিসার টিনা ডাবী, দ্বিতীয় বিয়ের এক বছর পর পেলেন মাতৃত্বের স্বাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল