রবিবার সংবাদমাধ্যমের উদ্দেশে মোদি বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে, বছরের পর বছর ধরে আমি এখানে আসতে পারছি ৷ ঠাকুর দর্শন করতে পারছি ৷ কেদারনাথের উন্নয়নের প্রসঙ্গে একাধিক ভাবনা চিন্তা আমার মাথায় রয়েছে ৷ প্রকৃতি, পরিবেশ এবং পর্যটন ৷ এই তিন ক্ষেত্রেই কেদারনাথে উন্নয়নমূলক একাধিক প্রকল্প গ্রহণ করা হবে ৷’
লোকসভা নির্বাচনের জন্য গত তিনমাস ধরে চলছে রীতিমত ‘দক্ষযজ্ঞ’ ৷ রবিবার সেই নির্বাচনের শেষ দিন ৷ সেই দিনেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এবং সমস্ত খবর জনসাধারণের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন মোদি ৷
advertisement
তবে, সপ্তম দফার নির্বাচনের আগে দেব-দর্শনে কেন গেলেন মোদি ? সেই প্রশ্নটা উঠলই ৷ সেই প্রশ্নের উত্তরে মোদি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমি ভগবানের কাছে কোনওদিন কিছু চাইনি ৷ কারণ আমি বিশ্বাস করি, উনি যা দিয়েছেন সেটিই আমাদের জন্য যথেষ্ট ৷’
কেদারনাথ দর্শনের পর রবিবার বদ্রিনাথ উড়ে যাবেন তিনি ৷ যার জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে ৷