TRENDING:

Babul Supriyo: বঙ্গ বিজেপি নামক সার্কাসের অংশ হতে চাই না, ট্যুইটে বিস্ফোরক বাবুল সুপ্রিয়

Last Updated:

Babul Supriyo: বন্ধুরা, আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি মনে করিয়ে নিজেদের সময় নষ্ট করবেন না৷ দুঃখিত, আমি বিজেপি নামক একটি সার্কাসের অংশ হতে পারিনি৷ আমি আমার 'সঠিক' বেছে নিয়েছি৷ ট্যুইটে বিস্ফোরক তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের ট্যুইটে বিস্ফোরক তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ কাঠগড়ায় অবশ্যই বঙ্গবিজেপি (BJP)৷ বিজেপিকে এবার সার্কাস বলে কটাক্ষ করলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া শিল্পী তথা নেতা৷ লিখলেন, "বন্ধুরা, আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি মনে করিয়ে নিজেদের সময় নষ্ট করবেন না৷ দুঃখিত, আমি বিজেপি নামক একটি সার্কাসের অংশ হতে পারিনি৷  আইজ্যাক আসিমভ (Isaac Asimov) বলেছিলেন, 'আপনার নৈতিকতার বোধ কখনওই আপনাকে  সঠিক বিষয়টি বেছে নিতে বাধা দেবেন না৷' আমি আমার 'সঠিক' বেছে নিয়েছি৷ আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন৷"
বাবুল সুপ্রিয়র কটাক্ষ
বাবুল সুপ্রিয়র কটাক্ষ
advertisement

দিন কয়েক ধরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাকি বিরোধী দলগুলির খোঁচা দেওয়া এবং বিদ্রূপ করার সুযোগ হয়ে উঠেছে৷  বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন জয়প্রকাশ মজুমদার (Jayprakash Mazumder)   ও রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)৷। বরখাস্ত হয়েই কেন্দ্রীয় ও রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন দুই বিজেপি নেতা৷ খোদ  রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumder) যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, একুশের বিধানসভা ভোটের আগে আসলে তৃণমূলকেই সুবিধা করে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। তখনও ট্যুইটে খোঁচা দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁর দাবি, বিজেপি ছাড়ার সময় তিনি যা বলেছিলেন, এখন সেটাই নাকি প্রমাণিত হচ্ছে। লেখেন, ‘পাঁচ মাস আগে  বিজেপি সম্পর্কে আমি যা বলেছিলাম, এখন তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। অজন্তা সার্কাসের পূর্ববর্তী ‘রিং মাস্টার’ দিয়ে শুরু হয়েছিল জোকারদের উত্থান। দেখতে থাকুন, প্রত্যাখ্যাত হতে হতে বিজেপি দ্রুত পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হবে।’ পাশাপাশি এও লেখেন, ‘‌বাংলা বিজেপির যাঁরা  বাংলার মানুষের হয়ে কাজ করতে চান তাঁরা এখন ইস্তফা দিচ্ছেন।’ আবারও সেই সার্কাস কটাক্ষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর৷

advertisement

আরও পড়ুন: কনকনে ঠান্ডার মধ্যেই ফের দুর্যোগ! সরস্বতী পুজোয় রাজ্যের 'এই' জেলায়গুলিতে তুমুল বৃষ্টি

গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন বাবুল। একাধিক বার একাধিকভাবে তাঁর দিকে ধেয়ে এসেছিল তির্যক মন্তব্য৷ সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল কটাক্ষে৷  তাঁকে বিশ্বাসঘাতক বলেছিলেন বিজেপি নেতাদেরই একাংশ৷ তবে বাবুল অবশ্য সাংবাদিক বৈঠকে একাধিকবার বলেছেন, যা তাঁর সঠিক মনে হয়, তিনি তাই করবেন৷ তবে শিল্পী হওয়ায় তাঁর আবেগ বেশি৷ ফলে মানুষের কথা তাঁকে আঘাত করে যথেষ্ট৷

advertisement

আরও পড়ুন:  'যাঁদের বিতর্ক করার অভ্যেস তাঁরা বিতর্ক করবেনই', বললেন রুদ্রনীল ঘোষ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একদিকে রীতেশ-জয়প্রকাশ৷ অন্যদিকে শান্তনু ঠাকুর৷ তাঁর পিকনিক রাজনীতি দেখে মুখ টিপে হাসাহাসি করছেন বিজেপিরই একাংশ৷ নেতা-বিধায়কদের নিয়ে দফায় দফায় পিকনিক করেছেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তাঁকে পাল্টা দিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পিকনিক করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  এ যেন ছেলেবেলার খেলা৷ দলে নেয়নি, আমিও আমার টিম বানাবো গোছের ব্যাপার৷ পুরো বিষয়টিকেই বাবুলের সার্কাস মনে হয়েছে৷ তাঁর বক্তব্য থেকে এও পরিষ্কার যে তিনি কোনওভাবেই তৃণমূলে এসে পস্তাচ্ছেন না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Babul Supriyo: বঙ্গ বিজেপি নামক সার্কাসের অংশ হতে চাই না, ট্যুইটে বিস্ফোরক বাবুল সুপ্রিয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল