TRENDING:

বিপিন শ্রীবাস্তবের নিয়োগে অশান্তি অব্যাহত হায়দরাবাদে

Last Updated:

দলিত ছাত্রের মৃত্যুতে চাপের মুখে ছুটিতে গিয়েছেন উপাচার্য। হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের দায়িত্বে এখন বিপিন শ্রীবাস্তব। অস্থায়ী উপাচার্যের নিয়োগ ঘিরে নতুন করে অসন্তোষ তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ক্রমশ কমছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: দলিত ছাত্রের মৃত্যুতে চাপের মুখে ছুটিতে গিয়েছেন উপাচার্য। হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের দায়িত্বে এখন বিপিন শ্রীবাস্তব। অস্থায়ী উপাচার্যের নিয়োগ ঘিরে নতুন করে অসন্তোষ তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ক্রমশ কমছে।
advertisement

বারবার দলিত বিরোধীতার অভিযোগ উঠেছে অধ্যাপক বিপিন শ্রীবাস্তবের বিরুদ্ধে। রোহিত ভেমুলা সহ পাঁচ ছাত্রের শাস্তির সুপারিশ করতে যে কমিটি তৈরি হয়েছিল, তার প্রধান ছিলেন শ্রীবাস্তব।আপ্পা রাওয়ের জায়গায় সেই বিপিনেরই নিয়োগে নতুন করে অবস্থান বিক্ষোভ শুরু করেছে পড়ুয়াদের একাংশ। স্লিপ তৈরি না হওয়ায় চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন হয়নি। বন্ধ স্কলারপিশ। অধ্যাপক হিসাবেই বারবার বিতর্কে জড়িয়েছেন যিনি, সেই বিপিনের নিয়োগ মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র সংগঠন ৷

advertisement

একনজরে দেখে নেওয়া যাক ‘বিপিন বিপত্তি’:-

-২০০৮ সালে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান মনোনীত হন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপিন

-এক্সিকিউটিভ কমিটির তরফে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধিও করা হয় তাঁকে

-২০০৮ সালে পদার্থবিদ্যা বিভাগের পিএইচডি পড়ুয়া সেন্থিল কুমারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে  তাঁর বিরুদ্ধে

advertisement

-২০০৯ সালে বিজ্ঞান বিভাগের ডিন হিসাবে চার দলিত ছাত্রকে বহিষ্কার করেন তিনি

-২০০৯ সালে তিন দলিত ছাত্রের স্কলারপিশ বন্ধ ও ৬ মাসের সাসপেনসনের শাস্তি ঘোষণাও করেন তিনি

-২০১০ সালে হোস্টেলে গোলমালের জেরে ৩ পড়ুয়াকে এক সেমেস্টারের জন্য বহিষ্কার করেছিলেন বিপিন শ্রীবাস্তব 

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

তিন তিনবার উপাচার্যের কাছে লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে বিপিন শ্রীবাস্তবের নামে। ২০১৪ সালের জুলাইয়ে শেষ অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বিশেষ কমিটি। সেই কমিটির বিচারে অবশ্য নির্দোষই ঘোষিত হন শ্রীবাস্তব। দায়িত্ব নেওয়ার ৩ দিনের মধ্যেই নানা সমস্যায় জেরবার অস্থায়ী উপাচার্য। ১৬ জন অধ্যাপক বিভিন্ন পদ ছাড়ায় বিশ্ববিদ্যালয়ের কাজ কার্যত বন্ধ। অস্থায়ী উপাচার্যের আবেদন মেনে ক্লাসে ফিরতেও নারাজ বেশিরভাগ পড়ুয়া।  কোন পথে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে শান্তি ফেরান অস্থায়ী উপাচার্য, সেদিকেই আপাতত তাকিয়ে গোটা দেশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিপিন শ্রীবাস্তবের নিয়োগে অশান্তি অব্যাহত হায়দরাবাদে