পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের এই ঘটনায় ১৬ বছরের ওই কিশোরীর দাবি, তাকে চিলেকোঠার ঘরে নিয়ে গিয়ে, কিছু একটা পানীয় খাইয়ে নেশা করানো হত। তার পরে তার উপর লাগাতার যৌন অত্যাচার ও ধর্ষণের দৃশ্যগুলি ভিডিও করে রাখত ওই দাদা ও তার বন্ধুরা। কিশোরী কাউকে কিছু জানালে সেই ভিডিও-ই ফাঁস করে দেওয়ার হুমকি দিত তারা।
advertisement
পারিবারিক সূত্রের খবর, বিষয়টি সম্পর্কে বিন্দুমাত্র আঁচ পাননি পরিবারের কেউ। কিশোরী নিজেও কাউকে কিছু বলতে পারেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি সহ্যের অতীত হলে, গত মাসে সে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে যায়। তখনই এই চার বছরের যৌন অত্যাচারের ঘটনা সামনে আসে।
পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিযোগের ভিত্তিতে তিন জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক জনকে আবার প্রত্যক্ষদর্শী হিসেবে সাব্যস্ত করেছে পুলিশ। কিশোরীর পরিবারের অভিযোগ, “অভিযুক্ত কী করে সাক্ষ্য হতে পারে! সে তো যে কোনও সময় সত্যিকে বদলে দিতে পারে। আমরা চাই অবিলম্বে প্রত্যেক ধর্ষকের শাস্তি হোক।”