জানা গিয়েছে, ওই মহিলা তার স্বামীর থেকে আলাদা থাকছিলেন। তিনি মায়ের বাড়ি থেকে ফিরে আসতে চাইছিলেন না। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে, পুনের কোটরুড এলাকার সুতারদারা অঞ্চলে।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে ব্যর্থ! ভাই-এর দেহ ট্যাক্সিতে বেঁধে ১৯৫ কিমি পথ অতিক্রম মহিলার
ঘটনার সূত্রপাত হয় যখন সাহিল নামে এক ব্যক্তির মা তার শাশুড়িকে জানান যে ছেলে অন্য একটি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। এই কথা শুনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং স্ত্রী রাগ করে তার মায়ের বাড়ি চলে যান।
advertisement
গোটা ঘটনাটি এরপর চরমে পৌঁছয়। রাগে কাঁপতে কাঁপতে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যায় স্বামী। বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, “যদি পাঁচ মিনিটের মধ্যে তুমি আমার সঙ্গে বাড়ি না চলো, আমি তোমার মায়ের বাড়ি পুড়িয়ে দেব।” কিন্তু স্ত্রী তার হুমকিকে গুরুত্ব না দিয়ে স্বামীর সঙ্গে যেতে অস্বীকার করেন। রাগে ক্ষিপ্ত স্বামী শাশুড়ির বাড়িতে আগুন লাগিয়ে দেন। আগুনে বাড়ির অনেক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছিনতাই অ্যাম্বুলেন্স! ১০০ কিমি ধাওয়া করে চোর ধরল পুলিশ, দেখুন ভিডিও
ঘটনার পরে শাশুড়ি কবিতা কিসন ফেংসে কোটরুড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাহিল হানুমন্ত হালদে নামে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২৫ বছর বয়সী সাহিল পুনের মুলশি তালুকের ভু গ্রামে থাকেন। আগুন লাগানোর পরে স্বামী পালিয়ে যান, তবে পুলিশ শীঘ্রই তাকে গ্রেপ্তার করে।
সাহিলের বিয়ে তেজলের সঙ্গে হয়েছিল এবং তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। সাহিলের মা কবিতা হালদে তেজলের মা কবিতা ফেংসেকে ফোনে জানান যে সাহিল একটি মেয়ের সঙ্গে ঘোরাফেরা করছে। এরপরই সাহিল এবং তেজলের মধ্যে ঝগড়া শুরু হয়। এই ঘটনার পর তেজল রাগ করে বুধবার তার মায়ের বাড়ি চলে যান। আর তারপরে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।