TRENDING:

শশিকলার স্বামী এম নটরাজন প্রয়াত

Last Updated:

মারা গেলেন ভিকে শশিকলার স্বামী এম নটরাজন। মত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার রাত দেড়টা নাগাদ চেন্নাইযের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: মারা গেলেন ভিকে শশিকলার স্বামী এম নটরাজন। মত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার রাত দেড়টা নাগাদ চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
advertisement

গত শনিবার বুকে সংক্রমণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার তাঁকে অবনতি হওয়ায় ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

গত বছর সেপ্টেম্বর মাসে কিডনি প্রতিস্থাপন হয়েছিল নটরাজনের। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা ভাল ছিল না।

সংবাদ সংস্থা সূত্রে খবর, নটরাজনের মরদেহ প্রথমে তাঁর বসন্ত নগরের বাড়িতে নিযে যাওয়া হবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন সকলে। আগামীকাল তাঁকে থানযাভুর গ্রামে নিজের বাড়িতে নিযে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তাঁর শেষকৃত্যের সময় স্ত্রী শশিকলা সেখানে উপস্থিত থাকবেন কী না তা এখনও জানা যায়নি।

advertisement

৬৬ কোটি ৬০ লক্ষ টাকার আর্থিক তছরুপের মামলায় দোষী সব্যস্ত হয়ে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা জেলে বন্দি রযেছেন এআইএডিএমকে নেত্রী শশীকলা। গত অক্টোবর মাসে নটরাজনের কিডনি প্রতিস্থাপনের সময় এমারজেন্সি পেরোলে মুক্তি পেযেছিলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথম জীবনে রাজ্য সরকারের জনসংযোগ আধিকারিক ছিলেন তিনি। পরে তামিল রাজনীতির সঙ্গে যুক্ত হন নটরাজন। 'পুথিয়া পারভি' নামের একটি পত্রিকাও চালাতেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শশিকলার স্বামী এম নটরাজন প্রয়াত