TRENDING:

Farmers Protest: কৃষক আন্দোলন ঘিরে ফের ধুন্ধুমার! কাঁদানে গ্যাস পেরিয়ে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা

Last Updated:

Farmers Protest: আগামী ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হল দিল্লি সীমানায়৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ফের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে উত্তাল কৃষক আন্দোলন শুরু হল দিল্লি সীমানায়৷ মঙ্গলবার সরকারের প্রতিশ্রুতি মতো এমএসপি না পাওয়ার ক্ষোভ নিয়ে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন কৃষকরা৷ আর সেই আন্দোলনই মারাত্মক রূপ নিল দেশের রাজধানীর সীমানায়৷ অবরুদ্ধ করে দেওয়া হল দিল্লি প্রবেশে রাস্তা৷ আগামী ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হল দিল্লি সীমানায়৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা৷
ছবি: পিটিআই
ছবি: পিটিআই
advertisement

অন্য সীমান্তগুলির তুলনায় এদিন বেশি অশান্ত হয়ে পড়ে পঞ্জাব-হরিয়ানা সীমানার শম্ভু সীমান্ত এলাকা৷ সেখানে দিল্লি চলো মিছিল আটকাতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী৷ মিছিলের মধ্যে থেকেই প্রতিবাদী কৃষকদের একাংশকে গ্রেফতার করে পুলিশ৷ আম্বালার কাছে মিছিল আটকে দেওয়া হয়৷ তার পরেই প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়৷ কিন্তু তাতেও লাভ হয়নি৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকজন ব্যারিকেড তুলে ছুড়ে ফেলে দেয় পাশের নদীতে৷

advertisement

ভারতীয় কিষান ইউনিয়ন মোর্চার প্রেসিডেন্ট নরেশ টিকায়েত জানিয়েছেন, ‘বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম দাবি রয়েছে৷ কিন্তু কৃষকরা আন্দোলনের ময়দানেই থাকবেন৷ তাঁদের দিল্লি অবধি মিছিল করতেই হবে৷ সরকারের উচিত এ বিষয়ে স্পষ্ট ঘোষণা করা৷ কোনও পক্ষের ক্ষেত্রেই এই নাকউঁচু ভঙ্গি খুব একটা উপকারে লাগবে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে কৃষক আন্দোলনের দেরে সমস্ত সীমানা থেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী৷ কোথাও কংক্রিটের স্ল্যাব দিয়ে, কোথাও সাধারণ লোহার কাঠামো দিয়ে ব্যারিকের করা হয়েছে৷ টিকিরি সীমানাতেও চলছে বিক্ষোভ৷ তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কোনও এমার্জেন্সি গাড়ি কোনও সীমানাতেই আটকানো হচ্ছে না৷

বাংলা খবর/ খবর/দেশ/
Farmers Protest: কৃষক আন্দোলন ঘিরে ফের ধুন্ধুমার! কাঁদানে গ্যাস পেরিয়ে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল