তবে এবারের এই অনুষ্ঠান আগের বারের থেকে অনেকটাই আলাদা ৷ Human Resource Development মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এবারে এই অনুষ্ঠানে পেশাদার সঞ্চালককে দিয়ে অনুষ্ঠান পরিচালনা করানো হচ্ছে না ৷ উল্টে গোটা অনুষ্ঠানের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের ওপরই ৷ এমনকী, পড়ুয়ারাই সোজাসুজি প্রশ্ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার আগে পড়ুয়াদের মানসির চাপ কমানো ৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়ারা প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করতে পারবে ৷
advertisement
অনুষ্ঠানের জন্য নবম ও দশম শ্রেণির ২০০০ ছাত্র-ছাত্রীকে সিলেক্ট করা হবে ৷ প্রায় ৩ লক্ষের বেশি ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পরীক্ষায় ভাগ নেবেন ৷ সেখানে পাওয়া স্কোর অনুযায়ী তাদের সিলেক্ট করা হবে ৷ প্রায় ১৫ কোটির বেশি পড়ুয়ারা স্কুলে এই প্রোগ্রাম লাইভ দেখতে পাবে ৷
সিবিএসসি ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন ছাত্রছাত্রীরা যারা বিদেশে পড়াশোনা করছে তারাও লাইভ প্রশ্ন উত্তর অংশে ভাগ নিতে পারবে ৷ বোর্ড পরীক্ষার আগে পড়ুয়াদের মানসিক চাপ কমানোর জন্য প্রধানমন্ত্রীর তরফে এই অভিনব উগ্যোগ নেওয়া হয়েছে ৷
পড়াশোনা নিয়ে মানসিক চাপ ? পড়ায় মনোযোগ কমে যাচ্ছে? ডিজিটাল যুগে টেকনোলজি কীভাবে পড়াশোনায় সাহায্য করতে পারে ? ২০ জানুয়ারি সব প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। গতবছরের মত এবছরও দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে হবে 'পরীক্ষা পর চর্চা' ২০২০।