TRENDING:

Howrah: বাড়ি ফিরে ভাত খাওয়া হল না...দোল খেলার পর গঙ্গায় নেমে তলিয়ে গেল হাওড়ার যুবক

Last Updated:

দোলের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে! দোল খেলার পর আর বাড়ি ফেরা হল না! রং খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। মর্মান্তিক ঘটনাটি হাওড়ার শিবপুর ঘাটের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দোলের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে! দোল খেলার পর আর বাড়ি ফেরা হল না! রং খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। মর্মান্তিক ঘটনাটি হাওড়ার শিবপুর ঘাটের। ঘটনাস্থলে হাওড়া ও কলকাতা পুলিশের দল। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। নিখোঁজ যুবকের নাম অতীশ চৌধুরী (২০)।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

দোলের দিন হাওড়ায় আরেক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বন্ধুদের সঙ্গে রং খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় বালিটিকুড়ি খেলধারের বাসিন্দা অরিজিৎ মেটে। বালিটিকুড়ি কোয়াটারের পুকরে ডুবে মৃত্যু হয় তাঁর। দীর্ঘ ক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় তলিয়ে যাওয়া যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বালিটিকুড়ি খেলধারের বাসিন্দা অরিজিৎ মেটে কে।

advertisement

মার্চ মাসের শুরুতেই নদিয়ায় জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই পরীক্ষার্থীর। দুই বন্ধু মিলে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। একজন ছিল মাধ্যমিক পরীক্ষার্থী, অন্যজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ তাদের উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, আগেই ওই দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Howrah: বাড়ি ফিরে ভাত খাওয়া হল না...দোল খেলার পর গঙ্গায় নেমে তলিয়ে গেল হাওড়ার যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল