সরকারের তরফে জানান হয়, বর্তমানে এই কো-উইন অ্যাপে কিছু পরিবর্তন আনা হয়েছে। অ্যাপটি এখন করোনার ভ্যাকসিন বন্টণ সংক্রান্ত তথ্যগুলি সরবরাহ করবে। কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে, কতটা পরিমাণে দেওয়া হবে এবং করোনার ভ্যাকসিন প্রথমে কারা পাবেন সেই সব তথ্য এই অ্যাপটির মাধ্যমে জানা যাবে। এ ছাড়াও যারা করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করবেন, কীভাবে নাম রেজিস্টার করতে হবে সেই সম্পর্কেও মিলবে তথ্য।
advertisement
করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনকারী যাতে সহজেই তাঁদের নাম ও তথ্য গুলি রেজিস্ট্রেশন করতে পারেন তার জন্য এই অ্যাপটিতে পাঁচটি মডিউল ভাগ করা হয়েছে। সেগুলি হল যথাক্রমে, প্রশাসনিক মডিউল ( Administrator Module ), নিবন্ধীকরণ মডিউল ( Registration Module ) , টিকাকরণ মডিউল ( Vaccination Module ), সুবিধাজনক স্বীকৃতি মডিউল ( Beneficiary Acknowledgement Module ) এবং রিপোর্ট মডিউল ( Report Module )।
সরকারি সূত্রের খবর, ভ্যাকসিন এ দেশে চালু হলে প্রথমে তা ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীরা পাবেন। সুতরাং যারা প্রথম সারির স্বাস্থ্যকর্মী নন, তাঁরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিনের জন্য আবেদন জানাতে পারবেন। এর ফলে কো-মর্বিডিটির বৃহদাংশের তথ্য জমা পড়বে বলে আশঙ্কা করেছেন সরকারি কর্মকর্তারা।
কো-উইন অ্যাপে প্রশাসনিক মডিউলের মাধ্যমে যারা দায়িত্বে রয়েছেন তাঁরা একটি অধিবেশন ( Sessions) পরিচালনা করবেন। ভ্যাকসিন বন্টণ কেন্দ্রের ম্যানেজারকে এই অধিবেশন সম্পর্কে অবহিত করা হবে।
১) সুবিধাজনক স্বীকৃতি মডিউল-এর তথ্য গুলিকে যাচাই করে নেওয়ার পরে টিকাদানকারী মডিউল-এর মাধ্যমে আপডেট দেওয়া হবে। সুবিধাজনক স্বীকৃতি মডিউল থেকে একটি এসএমএস পাঠাবে এবং কিউআর ( QR Code ) ভিত্তিক শংসাপত্র তৈরি করা হবে।
২) প্রতিবেদন মডিউলের মাধ্যমে বিবেচনা করা হবে যে, ক’টি ভ্যাকসিনেশন অধিবেশন পরিচালনা করা হয়েছে, সেখানে কয়জন গ্রাহক অংশগ্রহণ করেছেন, এবং কয়জন বাদ গিয়েছেন। এই সব তথ্যগুলি ভালোভাবে যাচাই ও পর্যবেক্ষণ করে দেখা হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রেস ব্রিফিংয়ের সময় বলেছিলেন যে কো-উইন অ্যাপে রিয়েল-টাইম ডেটার মত সুবিধা গুলি পাওয়া যাবে। তিনি আরও জানান, ‘’প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা আগে করোনার ভ্যাকসিন পাবেন। এর কিছু মাস পরে সাধারণ নাগরিক ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। কো-উইন অ্যাপের মাধ্যমে কেন্দ্র এ দেশে ভ্যাকসিন দেওয়ার বিষয়টিকে আরও সহজ করে তুলছে। তবে এই মুহূর্তে অ্যাপটি ব্যবহার করা যাবে না। এর সফটওয়্যার আরও ডেভেলপমেন্ট দরকার। পরে এই অ্যাপটি গুগল প্লে স্টোর, অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
Somosree Das