ভুজা পুজারি ৷ গত ২৬ বছর ধরে এই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন ভুজা ৷ ব্যাগেজ সেকশনের দায়িত্ব সামলাতেন তিনি ৷ কিন্তু আচমকাই জেট এয়ারওয়েজ বন্ধ হওয়ার জেরে মাথায় আকাশ ভেঙে পড়েছে দুই সন্তানের বাবা ভুজার ৷ কী হবে ভবিষ্যত ? কীভাবে দুই সন্তানকে মানুষ করবেন ? সেই চিন্তাতেই রাতে দু’চোখের পাতা এক করতে পারছেন না ভুজা ৷ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভুজা বলেন, ‘আমি চোখে মুখে অন্ধকার দেখছি ৷ রাতে ঘুমোতে পারছি না ৷ কীভাবে মানুষ করব সন্তানদের ?’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে মেয়েই খুব ছোট ৷ ওদেরকে কিছু বলতে পারিনি ৷ কিন্তু ওরা বুঝতে পারছে যে আমি কিছু একটা সমস্যায় রয়েছি ৷’
advertisement
শুধু ভুজাই নয় ৷ জেট এয়ারওয়েজের অধীনে রয়েছে প্রায় ১২০টি বিমান ৷ প্রতিদিন ৬০০টিরও বেশি বিমান ওড়াতে এই বিমানসংস্থাটি ৷ এই বিমান সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার কর্মী ৷ সকলেই আজ থেকে কর্মহীন ৷ আর কী কোনওদিন জেট বিমান উড়বে আকাশে ? সেই প্রশ্নই এখল সকলের চোখে মুখে ৷ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকজন জেটের কর্মীরা জানিয়েছেন, গত বেশ কয়েকমাস ধরেই কোনও টাকা পয়সা পাচ্ছিলেন না তাঁরা ৷ কমবেশী ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে তাদের ৷ তবুও আশায় ছিলেন তাঁরা ৷ একদিন না একদিন ঠিক সব বেতন পাবেন তাঁরা ৷ কিন্তু সেই সমস্ত আজ সব শেষ !
জেট এয়ারওয়ের সিইও অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ ৷ সিইও বিনয় দুবে জানিয়েছেন, ‘সাময়িকভাবে বিমান ওড়া বন্ধ হয়েছে ৷ কিন্তু আবার বিমান উড়বে ৷’