কিন্তু যাদের আধারকার্ড রয়েছে তাদের মধ্যেও অনেকে সমস্যার সম্মুখিন হচ্ছে ৷ কারণ একটাই ৷ আধার কার্ডে নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যে ভুল রয়ে গিয়েছে ৷ কী করে এই ভুল ঠিক করবেন তা আবার অনেকেরই অজানা ৷ তবে আর চিন্তার কারণ নেই ৷ আধার কার্ডের ভুল ঠিক করার জন্য আর আপনাকে আর ছোটাছুটি করতে হবে না ৷ বরং বাড়িতে বসে নিজেই অনলাইনে তা শোধরাতে পারবেন ৷
advertisement
UIDAI পোর্টাল গিয়ে নিজের সঠিক তথ্য দিতে হবে ৷ মোবাইল নম্ব ও লিঙ্গের ক্ষেত্রে লাগবে না কোনও তথ্য ৷ অন্যদিকে নামের ভুল থাকলে এই লিঙ্কে https://ssup.uidai.gov.in/web/guest/update ক্লিক করুন ৷ সেখানে নিজের আধার নম্বর টাইপ করে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দিন ৷ কিছুক্ষণ পর আপনার মোবাইলে একটি OTP আসবে ৷ ওয়ান টাইম পাসওয়ার্ডটি টেক্সট ভেরিফিকেশন বক্সে টাইপ করলেই নাম ঠিকানা পরিবর্তন করতে পারবেন আফনি ৷
নাম বা ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে অ্যাড্রেস ও পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে ৷ এরপর আপনাকে একটি BPO সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করতে হবে ৷ এরপর Submit বটনে ক্লিক করলেই পুরো প্রসেস শেষ ৷
এরপর আপনাকে URN নম্বর দেওয়া হবে ৷ এর সাহায্যে এবার আপনি দেখতে পাবেন যে আপনার নাম বা ঠিকানা যা বদলাতে চেয়েছিলেন সেটা হয়েছে কিনা ৷