TRENDING:

Opposition Meet: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..

Last Updated:

বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান মেইন ফ্রন্ট (আইএমএফ), অন্যদিকে, এমডিএমকে-র তরফে প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান পিপল অ্যালায়েন্স৷ তবে নাম চূড়ান্ত হওয়ার পরে সকলেই তাতে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: নাম প্রস্তাব করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরে তাতে সায় দিলেন এম কে স্টালিন৷ তারপর এদিক-ওদিক কিছু পরিবর্তন৷ শেষ ছোঁয়া এল কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছ থেকে৷ I.N.D.I.A অর্থাৎ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে এই ভাবেই এক নামের নীচে এল বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল৷ এরই সঙ্গে দীর্ঘ ১৯ বছর পরে অবলুপ্ত হয় সেই নাম..ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স)৷
advertisement

প্রথমে যে নাম প্রস্তাব করা হয়েছিল, তা ছিল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ পরে রাহুল গান্ধি ডেমোক্র্যাটিক শব্দটি বদলে ডেভলপমেন্টাল করার প্রস্তাব দেন৷ তারপরেই চূড়ান্ত হয় নাম৷

আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?

তবে শুধুমাত্র তৃণমূল নেত্রী নন, নামের প্রস্তাবনা এসেছিল অনেকের কাছ থেকেই৷ যেমন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির প্রস্তাব ছিল, ‘উই ফর ইন্ডিয়া’, সিপিআই এর ডি রাজা প্রস্তাব দিয়েছিলেন ‘সেভ ডেমোক্র্যাসি অ্যলায়েন্স’ বা ‘সেফ ইন্ডিয়া’৷

advertisement

বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান মেইন ফ্রন্ট (আইএমএফ), অন্যদিকে, এমডিএমকে-র তরফে প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান পিপল অ্যালায়েন্স৷ তবে নাম চূড়ান্ত হওয়ার পরে সকলেই তাতে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর৷

বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে রাহুল জানান, বিষয়টি শুধুমাত্র বিরোধীদের মঞ্চকে নতুন নাম দেওয়া নয়, তাঁর মতে, ‘‘বিজেপি যেভাবে ভারতবর্ষের ধারণাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে, এটা তারই প্রতিফলন৷ ভারতের সম্পদ ভারতীয়দের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তারপর সেই সম্পদ দিয়ে দেওয়া হচ্ছে কিছু ব্যবসায়ীর হাতে, যাঁরা প্রধানমন্ত্রী বা বিজেপির ঘনিষ্ঠ৷’’

advertisement

আরও পড়ুন: ফ্যাক্টর সেই মমতা! কীভাবে এক ফোনেই কংগ্রেস এবং আপ-এর সমস্যা মেটালেন তৃণমূলনেত্রী..

রাহুল বলেন, ‘‘আমাদের লড়াই শুধুমাত্র দু’টো রাজনৈতিক মঞ্চের মধ্যে লড়াই নয়৷ আমাদের লড়াই ভারতবর্ষের ধারণাকে রক্ষা করার লড়াই৷ এই লড়াই ভারত এবং বিজেপির মধ্যে লড়াই৷’’

সাংবাদিক বৈঠকে জোড়াল ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ তিনি বলেন, ‘‘এনডিএ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? বিজেপি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি৷ আমরা দেশভক্ত৷ আমরা আপনাদের জন্যেই এখানে এসেছি, চাষিদের জন্য, হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য, খ্রিস্টান, শিখ, দলিতদের জন্য৷’’

advertisement

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, আপাতত, ১১ সদস্যের একটি কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছে৷ এরপরের বৈঠক মুম্বইয়ে হবে৷ কে সেই বৈঠকের কনভেনার হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

তবে, এখানে একটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য৷ কংগ্রেস-আপ-এর দ্বন্দ্ব মেটানো থেকে শুরু করে বিরোধী জোটের নাম প্রস্তাবনা, সবেতেই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Meet: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল