নোট বাতিলের পর কেটে গিয়েছে এক বছর ৷ এখন কেমন আছেন ‘বেওয়াফা’ সোনম জানেন? এক বছরে কি কোনও পরিবর্তন হয়েছে তাঁর? উত্তরটা অবশ্যই হ্যাঁ ৷ দাম বেড়েছে ‘বেওয়াফা’ সোনম গুপ্তার ৷ ১০ টাকার পর ৫০০, ১০০০ থেকে এখন একেবারে নতুন কড়কড়ে ২০০০ টাকার বুকে জায়গা করে নিয়েছি তাঁর ধোঁকা দেওয়ার গল্প ৷ ছাড় পায়নি নতুন ডিজাইনের ৫০০ টাকার নোটও ৷
advertisement
কখন যে কী ট্রেন্ডে চলে আসে, তা কোনও ভাবেই ছক কাটা যায় না ৷ আর ইন্টারনেটের হাতে পড়ে, এক জায়গার ঘটনা, একেবারে দেশ ছেড়ে বিদেশে ৷ গোটা বিদেশে ছড়িয়ে পড়া ৷ আর সেই কাণ্ডে যদি টাকা থাকে, তাহলে তো কথাই নেই ৷
শুরু হয়েছিল ১০ টাকা দিয়েই ৷ তারপর বেশ কিছুদিন চলার পর মানুষ ভুলতেই বসেছিল ৷ কিন্তু ৫০০ টাকা ও ১০০০ হাজার টাকার নোট কাণ্ডে ফের সবার চোখের সামনে ফিরে এলেন সোনম গুপ্তা !
কে যে এই সোনম গুপ্তা তা নিয়ে সঠিক কোনও প্রমাণ নেই ৷ তবে গোটা কাণ্ডটাই যে শুরু করেছেন প্রেমে আঘাত পাওয়া এক প্রেমিক ! তা নিয়ে কোনও সন্দেহ নেই !
টাকার ওপর লেখা সোনম গুপ্তা বেওয়াফা হ্যায় ! লেখা হয়েছিল দশ টাকার নোটে ৷ তারপর এ হাত, ও হাত ঘুরে গোটা দেশে এক সময় ছড়িয়ে পড়েছিল এই নোট ৷
তারপর অবশ্য বেশ কিছুদিন ধামাচাপা ৷ খবরের দুনিয়ায় জায়গা করে নিল উরি হামলা, ডোনাল্ড ট্রাম ৷ তবে সবার ঘুম ভাঙিয়ে যেই না প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করলেন নোট বাতিলের ৷ তখনই ফের বেঁচে উঠলেন বেওয়াফা সোনম গুপ্তা ৷ আর এবার দশ টাকা থেকে বেরিয়ে, সোনম জায়গা করে নিলেন ১০০০ টাকার নোটে ! আর সেই ছবিই ঘুরে বেড়াল সোশ্যাল নেটওয়ার্কে ৷ ইন্টারনেটের ঠ্যালায় পড়ে সোনম গুপ্তা তো বদনাম হলেনই ৷ আর হয়তো শান্তি পেল ভঙ্গ হৃদয়ের আহত প্রেমিক !
নোট বাতিলের এক বছর পর বাতিল নোট ছেড়ে আজও বেওয়াফা সোনমের গল্প বয়ে বেড়ায় রিজার্ভ ব্যাঙ্কের ছাপানো নতুন নোট ৷
তবে নোটের উপর লেখা থাকলে তা জমা নেবে না ব্যাঙ্ক,এমন নির্দেশের পরই হয়তো সোনম গুপ্তার প্রতিশ্রুতি ভঙ্গের গল্প লেখা খানিকটা হলেও কমে গিয়েছে বলেই দাবি করছে নেটিজেনরা ৷