TRENDING:

কী ভাবে সফল হয়েছিল বালাকোট এয়ারস্ট্রাইক? সিক্রেট মিশনের যাবতীয় তথ্য জানালেন খোদ পাইলট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী ভাবে হয়েছিল বালাকোট এয়ারস্ট্রাইক? কত দিনের প্র্যাক্টিস হয়েছিল? কারা জানতেন এই সিক্রেট মিশন সম্পর্কে? News18 হিন্দি-কে  বালাকোট এয়ারস্ট্রাইকের যাবতীয় তথ্য এক্সক্লুসিভ জানালেন খোদ সেই মিশনে থাকা ২ পাইলট৷ শুনলেন সন্দীপ বোল৷
advertisement

বালাকোট এয়ারস্ট্রাইক৷ হেন ভারতবাসী নেই, যিনি এই এয়ারস্ট্রাইকটি সম্পর্কে অবহিত নন৷ গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে এসেছিল ভারতের যুদ্ধবিমান৷ পুলওয়ামা হামলার জবাব দিয়েছিল ভারত৷ এই মিশনের জন্য বেশ কয়েক দিন ধরে ট্রেনিং করেছিল ভারতীয় বায়ুসেনা৷ সিক্রেট মিশন৷ তাই ঘূণাক্ষরেও কেউ টের পায়নি৷ একমাত্র জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বায়ুসেনার দু-একজন আধিকারিক ও পাইলট৷ সে দিন মিরাজ উড়িয়ে বালাকোটে এয়ারস্ট্রাইক করা দুই পাইলট এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কার দিলেন News18-কে৷ জানালেন বালাকোট এয়ারস্ট্রাইকের খুঁটিনাটি অজানা তথ্য৷

advertisement

বেশ কয়েক দিনের ট্রেনিং

২৬ ফেব্রুয়ারি রাত দুটো থেকে ভোর ৪টে পর্যন্ত একের পর এক ভারতীয় যুদ্ধবিমান এয়ারস্ট্রাইকের জন্য রওনা দেয়৷ টার্গেট ছিল, বালাকোটে জইশ ই মহম্মদের জঙ্গি ঘাঁটি৷ এই স্ট্রাইকের কিছু দিন আগে থেকেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছি বলে জানালেন পাইলট৷ বায়ুসেনার ৩টি মিরাজ ২০০০ বিমান নিয়ে লাগাতার প্র্যাক্টিস করা হয় এয়ারস্ট্রাইকের৷

advertisement

ভারতের মিরাজ যুদ্ধবিমান

মিশনে যাওয়া পাইলটরা কেউ জানতেন না

News18-কে এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে ওই পাইলট জানান, কে বালাকোট মিশনে যাবেন, জানতেন না কেউ৷ একের পর এক মিরাজ রাতভর উড়ছিল৷ যে দিন স্ট্রাইক হল, তার ঠিক একদিন আগে বিকেল ৪টে নাগাদ এয়ারক্রাফ্ট মেনটেইন্যান্স টিমকে জানানো হয়, মিরাজে কোন কোন বোমা ও মিসাইল লাগানো হবে৷ আলাদা আলাদা জেটে আলাদা আলাদা বোমা ও মিসাইল ফিট করা হয়৷

advertisement

মিরাজ যুদ্ধবিমান

পরিবারের কাউকে বলেননি পাইলটরা

দু বার ৬টি করে মিরাজ ওড়ানোর জন্য ১২ জন উইংকম্যান্ডরকে বেছে নেওয়া হয়৷ পাইলট জানাচ্ছে, এমনিতে আমাদের প্রতিদিনই ট্রেনিং হয়৷ যে কোনও অভিযানের জন্য তৈরি থাকি৷ কিন্তু যখন আমায় এই মিশনের জন্য বাছা হল, সবচেয়ে উত্‍‌সাহিত বোধ করেছিলাম৷ কিন্তু মনের সেই উচ্ছ্বাস ঘূণাক্ষরেও টের পেতে দিইনি পরিবার ও বন্ধুদের কাছে৷ সাধারণ ভাবেই ব্যবহার করেছি৷ কারণ, যে কোনও সিক্রেট মিশনের গোপনীয়তা রক্ষা করাই বায়ুসেনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জের৷ তা হলেই মিশন সফল হয়৷

advertisement

বোমা ফেলেই দ্রুত ফিরতে হত

মিশনের প্রতিটি পাইলটের কাছে কড়া নির্দেশ ছিল, বোমা ফেলেই দ্রুত ভারতে ফিরতে হবে৷ LoC পেরিয়ে তাই ট্যাক্টিক্যাল রুট ধরে বোমা ফেলে নির্দেশ মতোই ফিরেছিলেন পাইলটরা৷

৬০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যেই ফেরত

পাইলটের কথায়, 'টার্গেটের কাছাকাছি পৌঁছনোর আগেই স্পাইস বোম রিলিজ করে দিয়েছিলাম৷ ৬০ থেকে ৯০ সেকেন্টের মধ্যে বোমা ফেলে ভারতের আকাশ সীমায় চলে আসি৷ এরপরেই হামলা চালায় আরও একটি মিরাজ৷'

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কী ভাবে সফল হয়েছিল বালাকোট এয়ারস্ট্রাইক? সিক্রেট মিশনের যাবতীয় তথ্য জানালেন খোদ পাইলট