বালাকোট এয়ারস্ট্রাইক৷ হেন ভারতবাসী নেই, যিনি এই এয়ারস্ট্রাইকটি সম্পর্কে অবহিত নন৷ গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে এসেছিল ভারতের যুদ্ধবিমান৷ পুলওয়ামা হামলার জবাব দিয়েছিল ভারত৷ এই মিশনের জন্য বেশ কয়েক দিন ধরে ট্রেনিং করেছিল ভারতীয় বায়ুসেনা৷ সিক্রেট মিশন৷ তাই ঘূণাক্ষরেও কেউ টের পায়নি৷ একমাত্র জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বায়ুসেনার দু-একজন আধিকারিক ও পাইলট৷ সে দিন মিরাজ উড়িয়ে বালাকোটে এয়ারস্ট্রাইক করা দুই পাইলট এক্সক্লুসিভ সাক্ষাত্কার দিলেন News18-কে৷ জানালেন বালাকোট এয়ারস্ট্রাইকের খুঁটিনাটি অজানা তথ্য৷
advertisement
বেশ কয়েক দিনের ট্রেনিং
২৬ ফেব্রুয়ারি রাত দুটো থেকে ভোর ৪টে পর্যন্ত একের পর এক ভারতীয় যুদ্ধবিমান এয়ারস্ট্রাইকের জন্য রওনা দেয়৷ টার্গেট ছিল, বালাকোটে জইশ ই মহম্মদের জঙ্গি ঘাঁটি৷ এই স্ট্রাইকের কিছু দিন আগে থেকেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছি বলে জানালেন পাইলট৷ বায়ুসেনার ৩টি মিরাজ ২০০০ বিমান নিয়ে লাগাতার প্র্যাক্টিস করা হয় এয়ারস্ট্রাইকের৷
মিশনে যাওয়া পাইলটরা কেউ জানতেন না
News18-কে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে ওই পাইলট জানান, কে বালাকোট মিশনে যাবেন, জানতেন না কেউ৷ একের পর এক মিরাজ রাতভর উড়ছিল৷ যে দিন স্ট্রাইক হল, তার ঠিক একদিন আগে বিকেল ৪টে নাগাদ এয়ারক্রাফ্ট মেনটেইন্যান্স টিমকে জানানো হয়, মিরাজে কোন কোন বোমা ও মিসাইল লাগানো হবে৷ আলাদা আলাদা জেটে আলাদা আলাদা বোমা ও মিসাইল ফিট করা হয়৷
পরিবারের কাউকে বলেননি পাইলটরা
দু বার ৬টি করে মিরাজ ওড়ানোর জন্য ১২ জন উইংকম্যান্ডরকে বেছে নেওয়া হয়৷ পাইলট জানাচ্ছে, এমনিতে আমাদের প্রতিদিনই ট্রেনিং হয়৷ যে কোনও অভিযানের জন্য তৈরি থাকি৷ কিন্তু যখন আমায় এই মিশনের জন্য বাছা হল, সবচেয়ে উত্সাহিত বোধ করেছিলাম৷ কিন্তু মনের সেই উচ্ছ্বাস ঘূণাক্ষরেও টের পেতে দিইনি পরিবার ও বন্ধুদের কাছে৷ সাধারণ ভাবেই ব্যবহার করেছি৷ কারণ, যে কোনও সিক্রেট মিশনের গোপনীয়তা রক্ষা করাই বায়ুসেনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জের৷ তা হলেই মিশন সফল হয়৷
বোমা ফেলেই দ্রুত ফিরতে হত
মিশনের প্রতিটি পাইলটের কাছে কড়া নির্দেশ ছিল, বোমা ফেলেই দ্রুত ভারতে ফিরতে হবে৷ LoC পেরিয়ে তাই ট্যাক্টিক্যাল রুট ধরে বোমা ফেলে নির্দেশ মতোই ফিরেছিলেন পাইলটরা৷
৬০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যেই ফেরত
পাইলটের কথায়, 'টার্গেটের কাছাকাছি পৌঁছনোর আগেই স্পাইস বোম রিলিজ করে দিয়েছিলাম৷ ৬০ থেকে ৯০ সেকেন্টের মধ্যে বোমা ফেলে ভারতের আকাশ সীমায় চলে আসি৷ এরপরেই হামলা চালায় আরও একটি মিরাজ৷'