TRENDING:

Hospitalized Uddhav Thackeray: অসুস্থ উদ্ধব ঠাকরে! হাসপাতালে ভর্তি শিবসেনা প্রধান, এখন কেমন আছেন? যা জানালেন ছেলে আদিত্য ঠাকরে...

Last Updated:

Hospitalized Uddhav Thackeray: আদিত্য ঠাকরে এই বিষয়ে জানিয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া একটি পূর্ব পরিকল্পিত ঘটনা বই কিছু নয়। প্রবীণ শিবসেনা প্রধানের রুটিন চেক আপ ছিল এবং তিনি ভালই আছেন। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হৃদযন্ত্রে কোনও রকম ব্লকেজ রয়েছে কিনা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: হৃদযন্ত্রে সমস্যা। সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, সোমবার সকাল ৮টা নাগাদ শারীরিক পরীক্ষার জন্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেকে মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
advertisement

ঠাকরের ছেলে এবং দলের নেতা আদিত্য ঠাকরে এই বিষয়ে জানিয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া একটি পূর্ব পরিকল্পিত ঘটনা বই কিছু নয়। প্রবীণ শিবসেনা প্রধানের রুটিন চেক আপ ছিল এবং তিনি ভালই আছেন। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হৃদযন্ত্রে কোনও রকম ব্লকেজ রয়েছে কিনা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়।

আরও পড়ুন: আগামী ৩৬ ঘণ্টা…! বঙ্গোপসাগরে নিম্নচাপ অশনি, রাজ্যে রাজ্যে আবহাওয়ার চরম সতর্কতা! কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

আদিত্য ঠাকরে তাঁর X- হ্যান্ডেলে লিখেছেন, “আজ সকালে, উদ্ধব ঠাকরে জি স্যার এইচএন রিলায়েন্স হাসপাতালে তাঁর স্বাস্থ্যের একটি রুটিন চেক আপ করিয়েছেন।” তিনি আরও লেখেন, “আপনাদের শুভকামনায়, ‘সব ঠিক আছে’, এবং প্রবীণ নেতা তাঁর নিয়মিত কাজ করতে এবং জনগণের সেবা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত”।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

প্রসঙ্গত, উদ্ধ্বব ঠাকরের এনজিওপ্লাস্টির ইতিহাস রয়েছে এবং বর্তমানে তাঁর হার্টে একটি ব্লকেজ শনাক্ত করা গিয়েছে। এনজিওগ্রাফি অনুসরণ করার সম্ভাবনা রয়েছে। হাসপাতাল থেকে আজই তাঁকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Hospitalized Uddhav Thackeray: অসুস্থ উদ্ধব ঠাকরে! হাসপাতালে ভর্তি শিবসেনা প্রধান, এখন কেমন আছেন? যা জানালেন ছেলে আদিত্য ঠাকরে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল