ঠাকরের ছেলে এবং দলের নেতা আদিত্য ঠাকরে এই বিষয়ে জানিয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া একটি পূর্ব পরিকল্পিত ঘটনা বই কিছু নয়। প্রবীণ শিবসেনা প্রধানের রুটিন চেক আপ ছিল এবং তিনি ভালই আছেন। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হৃদযন্ত্রে কোনও রকম ব্লকেজ রয়েছে কিনা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়।
advertisement
আদিত্য ঠাকরে তাঁর X- হ্যান্ডেলে লিখেছেন, “আজ সকালে, উদ্ধব ঠাকরে জি স্যার এইচএন রিলায়েন্স হাসপাতালে তাঁর স্বাস্থ্যের একটি রুটিন চেক আপ করিয়েছেন।” তিনি আরও লেখেন, “আপনাদের শুভকামনায়, ‘সব ঠিক আছে’, এবং প্রবীণ নেতা তাঁর নিয়মিত কাজ করতে এবং জনগণের সেবা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত”।
প্রসঙ্গত, উদ্ধ্বব ঠাকরের এনজিওপ্লাস্টির ইতিহাস রয়েছে এবং বর্তমানে তাঁর হার্টে একটি ব্লকেজ শনাক্ত করা গিয়েছে। এনজিওগ্রাফি অনুসরণ করার সম্ভাবনা রয়েছে। হাসপাতাল থেকে আজই তাঁকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।