সূত্রের খবর অনুযায়ী, মূক এবং বধির নাবালকের সঙ্গে ঘটনাটি ঘটেছে প্রায় তিন সপ্তাহ আগে। জানা গিয়েছে ২ সপ্তাহ ধরে পরিবারকে কিছু বোঝাতে পারেনি বালক। নিজেই সহ্য করেছে অসহ্য যন্ত্রণা।
আরও পড়ুন: কী হয়েছিল পার্টিতে? বন্ধুকে শ্বাসরোধ করে খুন, লাশ মাঠে..তিন কলেজ পড়ুয়ার কাণ্ডে স্তব্ধ দেশ
advertisement
এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নাবালককে এমন মর্মান্তিকভাবে অত্যাচারের অভিযোগ উঠেছে নাবালকের আত্মীয়দের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের আগ্রাতে ঘটেছে এই ঘটনা। ঘটনাটি ঘটে ফেব্রুয়ারি ৫ তারিখ। ২৫ ফেব্রুয়ারি বালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যন্ত্রণায় বাচ্চাটি খেতে পারছিল না, শুতেও অসস্তি হয়েছিল। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার।
ঘটনার দিন বাড়ি থেকে বেরোনোর সময় বাচ্চাটিকে কাঁদতে দেখেও পরিবারের লোকজন শুরুতে কিছুই বুঝতে পারেনি। তাঁরা ভেবেছিলেন বাচ্চাটি হয়তো কুকুর দেখে ভয় পেয়েছে। কিন্তু সে পরিবারের লোকজনকে বোঝায় তার মলদ্বারে এবং পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে।
বুঝতে পেরেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। ইতিমধ্যেই অভিযুক্ত ৫ আত্মীয়দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে নির্যাতিতের পরিবার।