TRENDING:

Amit Shah: জেড ক্যাটাগরির নিরাপত্তা নিন, ওয়াইসিকে আবেদন অমিত শাহের, সংসদে বললেন তদন্তের কথাও

Last Updated:

Amit Shah: অমিত শাহ সোমবার সংসদে বলেন, ওয়াইসির জীবনের ঝুঁকির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেই আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ও ডেজ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে কেন্দ্রের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah ) । সোমবার সংসদে তিনি এই বিষয়ে বক্তব্য রাখেন। সেখানেই হায়দরাবাদের সাংসদকে নিরাপত্তা গ্রহণ করার অনুরোধ জানান তিনি। গাড়িতে আচমকা হামলার পর শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু পত্রপাঠ সেই ঘোষণাকে অস্বীকার করেন ওয়াইসি। বলেন, তিনি কোনও নিরাপত্তা গ্রহণ করবেন না। বদলে কেন্দ্রীয় সরকারকে হিংসা ও দ্বেষের রাজনীতির অবসান ঘটানোর আবেদন জানান। সেই প্রেক্ষিতেই সংসদে বক্তব্য রাখেন অমিত শাহ (Home Minister Amit Shah ) ।
Union Home Minister Amit Shah
Union Home Minister Amit Shah
advertisement

আরও পড়ুন: সোমবার সেই 'জরুরি' সফর মমতার, বিকেল থেকেই শুরু 'খেলা'!

অমিত শাহ (Home Minister Amit Shah ) সোমবার সংসদে বলেন, ওয়াইসির জীবনের ঝুঁকির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেই আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ও ডেজ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। তবে তাঁর কাছ থেকে মৌখিক যে তথ্য আমরা পেয়েছি, তাতে দেখা গিয়েছে, তিনি এই নিরাপত্তা নিতে আগ্রহী নন। তিনি নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন। আমি অনুরোধ করব তিনি যেন কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তা গ্রহণ করেন। অমিত শাহ উল্লেখ করেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের থেকে একাধিক তথ্য পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

advertisement

আরও পড়ুন: BJP ছাড়লেন সুদীপ রায় বর্মণ, সঙ্গে বিধায়ক পদও! দিল্লিতে গিয়ে গন্তব্য কি তৃণমূল?

অমিত শাহ (Home Minister Amit Shah ) বলেন, ঘটনার পরেই সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ওয়াইসিকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি সেই নিরাপত্তা নিতে অস্বীকার করায় দিল্লি ও তেলঙ্গানা পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দিল্লি থেকে মেরঠ ফেরার পথে হঠাৎই খুব কাছ থেকে ওয়াইসির গাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত শুরু করার পর এখনও পর্যন্ত দিল্লির গৌতম বুদ্ধ নগর থেকে একজন ও শাহারানপুর থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেদিনের ঘটনায় কেউ হাতহত না হলেও এর রাজনৈতিক তাৎপর্য নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই কারণেই কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিয়েছে দ্রুত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: জেড ক্যাটাগরির নিরাপত্তা নিন, ওয়াইসিকে আবেদন অমিত শাহের, সংসদে বললেন তদন্তের কথাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল