আরও পড়ুন: সোমবার সেই 'জরুরি' সফর মমতার, বিকেল থেকেই শুরু 'খেলা'!
অমিত শাহ (Home Minister Amit Shah ) সোমবার সংসদে বলেন, ওয়াইসির জীবনের ঝুঁকির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেই আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ও ডেজ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। তবে তাঁর কাছ থেকে মৌখিক যে তথ্য আমরা পেয়েছি, তাতে দেখা গিয়েছে, তিনি এই নিরাপত্তা নিতে আগ্রহী নন। তিনি নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন। আমি অনুরোধ করব তিনি যেন কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তা গ্রহণ করেন। অমিত শাহ উল্লেখ করেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের থেকে একাধিক তথ্য পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
advertisement
আরও পড়ুন: BJP ছাড়লেন সুদীপ রায় বর্মণ, সঙ্গে বিধায়ক পদও! দিল্লিতে গিয়ে গন্তব্য কি তৃণমূল?
অমিত শাহ (Home Minister Amit Shah ) বলেন, ঘটনার পরেই সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ওয়াইসিকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি সেই নিরাপত্তা নিতে অস্বীকার করায় দিল্লি ও তেলঙ্গানা পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারেনি।
দিল্লি থেকে মেরঠ ফেরার পথে হঠাৎই খুব কাছ থেকে ওয়াইসির গাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত শুরু করার পর এখনও পর্যন্ত দিল্লির গৌতম বুদ্ধ নগর থেকে একজন ও শাহারানপুর থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেদিনের ঘটনায় কেউ হাতহত না হলেও এর রাজনৈতিক তাৎপর্য নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই কারণেই কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিয়েছে দ্রুত।