অতিরিক্তভাবে, আরও ০৫ জোড়া স্পেশাল ট্রেন মুম্বই সেন্ট্রাল – কাটিহার – মুম্বই সেন্ট্রাল; শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ; চের্লাপল্লী – নাহরলগুন – চের্লাপল্লী, উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ – উদয়পুর সিটী এবং টাটা – কাটিহার – টাটা রুটে চালু করা হবে।স্পেশাল ট্রেন নং. ০৯১৮৯ (মুম্বই সেন্ট্রাল – কাটিহার) ০৮ থেকে ২৯ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবারে রওনা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৯১৯০ (কাটিহার – মুম্বই সেন্ট্রাল) ১১ মার্চ থেকে ০১ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবারে রওনা দেবে।স্পেশাল ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি) রবিবার ও মঙ্গলবার অর্থাৎ ১৬ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৩১০৬ (নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ) সোমবার ও বুধবার অর্থাৎ ১৭ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে রওনা দেবে।
advertisement
আরও পড়ুন : যাত্রীদের জন্য বড় খবর! টিকিটের কিউআর কোড থেকে অত্যাধুনিক লাউঞ্জ! ভোল পাল্টাচ্ছে এই রেলস্টেশন
স্পেশাল ট্রেন নং. ০৭০৪৬ (চের্লাপল্লী – নাহরলগুন) ০৮ মার্চ, ২০২৫ তারিখ শনিবারে রওনা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৭০৪৭ (নাহরলগুন – চের্লাপল্লী) ১১ মার্চ, ২০২৫ তারিখ মঙ্গলবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০৯৬২৩ (উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ) ১১ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে অর্থাৎ মঙ্গলবারে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৯৬২৪ (ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি) ১৩ ও ২০ মার্চ, ২০২৫ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০৮১৮১ (টাটা – কাটিহার) ১২ মার্চ, ২০২৫ তারিখ বুধবারে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৮১৮২ (কাটিহার – টাটা) ১৩ মার্চ, ২০২৫ তারিখ বৃহস্পতিবার রওনা দেবে।