TRENDING:

Holi Special Train TimeTable: দোলের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? যাত্রীদের চাপ সামলাতে দেশ জুড়ে চলছে একগুচ্ছ ট্রেন! জানুন

Last Updated:

Holi Special Train: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা ১৩ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হোলি উৎসবের মরশুমে যাত্রীর বাড়তি ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা ১৩ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। ইতিমধ্যে, নারেঙ্গি-গোরখপুর জং.-নারেঙ্গি; কাটিহার – অমৃতসর – কাটিহার; কামাখ্যা – আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা; ডিব্রুগড় – নিউ জলপাইগুড়ি – ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ি – হাওড়া – নিউ জলপাইগুড়ি এবং আনন্দ বিহার টার্মিনাল – যোগবানি – আনন্দ বিহার টার্মিনাল রুটে চলাচল করা ০৮ জোড়া ট্রেনের বিবরণ ঘোষণা করা হয়েছে।
বাড়তি সময়সূচি ঘোষণা করা হয়েছে
বাড়তি সময়সূচি ঘোষণা করা হয়েছে
advertisement

অতিরিক্তভাবে, আরও ০৫ জোড়া স্পেশাল ট্রেন মুম্বই সেন্ট্রাল – কাটিহার – মুম্বই সেন্ট্রাল; শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ; চের্লাপল্লী – নাহরলগুন – চের্লাপল্লী, উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ – উদয়পুর সিটী এবং টাটা – কাটিহার – টাটা রুটে চালু করা হবে।স্পেশাল ট্রেন নং. ০৯১৮৯ (মুম্বই সেন্ট্রাল – কাটিহার) ০৮ থেকে ২৯ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবারে রওনা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৯১৯০ (কাটিহার – মুম্বই সেন্ট্রাল) ১১ মার্চ থেকে ০১ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবারে রওনা দেবে।স্পেশাল ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি) রবিবার ও মঙ্গলবার অর্থাৎ ১৬ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৩১০৬ (নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ) সোমবার ও বুধবার অর্থাৎ ১৭ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে রওনা দেবে।

advertisement

আরও পড়ুন : যাত্রীদের জন্য বড় খবর! টিকিটের কিউআর কোড থেকে অত্যাধুনিক লাউঞ্জ! ভোল পাল্টাচ্ছে এই রেলস্টেশন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্পেশাল ট্রেন নং. ০৭০৪৬ (চের্লাপল্লী – নাহরলগুন) ০৮ মার্চ, ২০২৫ তারিখ শনিবারে রওনা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৭০৪৭ (নাহরলগুন – চের্লাপল্লী) ১১ মার্চ, ২০২৫ তারিখ মঙ্গলবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০৯৬২৩ (উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ) ১১ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে অর্থাৎ মঙ্গলবারে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৯৬২৪ (ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি) ১৩ ও ২০ মার্চ, ২০২৫ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০৮১৮১ (টাটা – কাটিহার) ১২ মার্চ, ২০২৫ তারিখ বুধবারে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৮১৮২ (কাটিহার – টাটা) ১৩ মার্চ, ২০২৫ তারিখ বৃহস্পতিবার রওনা দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Holi Special Train TimeTable: দোলের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? যাত্রীদের চাপ সামলাতে দেশ জুড়ে চলছে একগুচ্ছ ট্রেন! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল