TRENDING:

'আজ উত্তরপূর্ব ভারতের জন্য ঐতিহাসিক দিন'- মিজোরাম থেকে বার্তা মোদির

Last Updated:

উত্তর-পূর্ব ভারত সফরে মিজোরামে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই নতুন এক রেল প্রকল্পের উদ্বোধনের সময় তিনি জানান, আগের সরকারের আমলে এই অঞ্চল অবহেলিত ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর-পূর্ব ভারত সফরে মিজোরামে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই নতুন এক রেল প্রকল্পের উদ্বোধনের সময় তিনি জানান, আগের সরকারের আমলে এই অঞ্চল অবহেলিত ছিল। কিন্তু, তাঁর আমলে উন্নয়ন, যোগাযোগ এবং প্রগতির নতুন দিশা দেখেছে ভারতের এই অঞ্চল।
মিজোরামে মোদি
মিজোরামে মোদি
advertisement

আইজলের লামুয়াল গ্রাউন্ড থেকে বক্তব্য পেস করার সময় তিনি বলেন, “গোটা উত্তর-পূর্ব ভারত তথা মিজোরাম বহুদিন ধরেই অবহেলিত ছিল। কিন্তু, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা।

যে অঞ্চল আগে অবহেলিত ছিল সেই অঞ্চলই এখন মূল স্রোতে ফিরে এসেছে।”রেল প্রকল্পের সূচনা করার পাশাপাশি এই দিনটিকে ঐতিহাসিক দিন বলেও আখ্যা দিয়েছেন। এই রেল প্রকল্পের ফলে এবার থেকে মিজোরাম সরাসরি রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে দিল্লি পর্যন্ত সংযুক্ত হবে। এছাড়াও আগামীতে স্বাস্থ এবং শিক্ষাখাতেও বিপুল উন্নয়নের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

advertisement

প্রসঙ্গত, কলকাতা থেকে এবার এক ট্রেনেই যাওয়া যাবে আইজল। আজকেই সাইরাং পর্যন্ত রেল চলাচলের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তার এই রেল প্রকল্প উদ্বোধন করার কথা। এবার যাত্রীবাহী ট্রেন ছুটবে ভৈরবী থেকে সাইরাং অবধি। আট  থেকে নয় ঘণ্টার রাস্তা এবার সম্ভব হবে মাত্র দেড় ঘণ্টাতেই!  এরই মধ্যে কলকাতা থেকে সাইরাং এবার সরাসরি ট্রেন চালু হতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩১২৫/১৩১২৬ কলকাতা-সাইরাং-কলকাতা এক্সপ্রেস চলবে সপ্তাহে তিন দিন করে উভয় প্রান্ত থেকে। ১৮ ঘণ্টায় এই ট্রেন যাত্রা সম্পূর্ণ হবে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে শনিবার, মঙ্গলবার ও বুধবার। সাইরাং থেকে এই ট্রেন ছাড়বে সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার। নবনির্মিত নসিপুর রেল ব্রিজ দিয়ে যাবে এই ট্রেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আজ উত্তরপূর্ব ভারতের জন্য ঐতিহাসিক দিন'- মিজোরাম থেকে বার্তা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল